শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজনে তৌহিদি জনতার অর্থায়নে হাতিরঝিলের মসজিদ পুনর্নিমাণ করা হবে : মামুনুল হক

ডেস্ক রিপোর্ট : সিরিয়ার নির্মম হত্যাযজ্ঞ বন্ধ ও সৌন্দর্য বর্ধনের নামে হাতিরঝিলে মসজিদ উচ্ছেদের প্রতিবাদে যুব মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে গতকাল বাদ আসর মুহাম্মাদপুরের আল্লাহ করীম জামে মসজিদ থেকে অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, সিরিয়ায় কুখ্যাত সামরিক জান্তা বাশার আল আসাদ রাশিয়ার সহযোগিতায় ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধে ওআইসি, জাতিসংঘ ও মুসলিম নেতৃবৃন্দসহ সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।

এসময় তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যেখানে দৃষ্টিনন্দন ভাসমান মসজিদ তৈরীর মাধ্যমে বিশ্ব ঐতিহ্যের সুনাম কুড়াচ্ছে সেখানে আমাদের দেশে মসজিদ অপসারন করা হচ্ছে। এসময় তিনি অবিলম্বে হাতিরঝিলের মসজিদ পুননির্মানের জোর দাবি জানান । তিনি আরো বলেন, প্রয়োজনে তৌহিদী জনতার অর্থায়নে মসজিদ পুননির্মিত হবে। অন্যথায় বাবরী মসজিদ আন্দোলনের ন্যায় হাতিরঝিল অভিমুখে লংমার্চ ও ঘেরাওয়ের কঠোর হুশিয়ারি দেন।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, কেন্দ্রীয় সমাজকল্যান সম্পাদক মাওলানা শরীফ হুসাইন মনগরের দায়িত্বশীল মাওলানা রুহুল আমীন, মাওলানা মুর্শিদ সিদ্দিকী মাওলানা শহীদুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মিছিলটি মুহাম্মাদপুর টাউনহল প্রদক্ষিন করে আল্লাহ করিম মার্কেটের সামনে দোয়ার মাধ্যমে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়