শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু সুফিয়ান রতন: এক বছর সফলতার সঙ্গে পার করে গতকাল ২য় বর্ষে পদার্পণ করে অডিও-ভিডিও যোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’। ২৫ ফেব্রুয়ারি আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় ডিএমএস এর এই প্রতিষ্ঠা বার্ষিকী। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ঐ দিন বসে সঙ্গীত তারকাদের হাট। আনন্দ আয়োজন, মিষ্টিমুখ ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির জন্মদিন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক সুচনা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীত শিল্পী ধ্রুব কুমার গুহ, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ, আঁখি আলমগীর, কনা, ইমরান, বেলাল খান, জুয়েল মোর্শেদ, সালমা, প্রতিক হাসান, প্রীতম হাসান, কর্নিয়া, বেলি, ফকির সাহাবুদ্দিন, শান, তানজিব সারোয়ার, সুজন আরিফ, সোহেল মেহেদী, তরুণ মুন্সী, লুৎফর হাসান, ইলিয়াস হোসাইন, মিলন, গীতিকার মারজুল রাসেল, জুলফিকার রাসেল, আহমেদ রিজভী সহ আরও অনেকে।

গত একবছর ধরে শ্রুতিমধুর সব গান এবং রুচিশীল মিউজিক ভিডিওর আয়োজনে শ্রোতা-দর্শকদের হৃদয়ে ‘ডিএমএস’ অন্যরকম জায়গা তৈরি করেছে ইতোমধ্যেই। শুরু থেকেই ধ্রুব মিউজিক স্টেশন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ভিন্নধর্মী পরিকল্পনা হাতে নিয়ে এগিয়েছে। একাধিক পরামর্শক, গবেষক এবং সৃজনশীল ব্যক্তিদের সমন্বয়ে সাধারন শ্রোতা-দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঘরনার গান প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

বর্ষ পূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সব গুনী শিল্পীদের নিয়ে আগামীতে কাজ করবে ধ্রুব মিউজিক স্টেশন। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, গত বছরের ন্যায় আগামী বছর গুলোতেও সবার অকৃত্রিম ভালোবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে ধ্রুব মিউজিক স্টেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়