শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন অনিল কুম্বলে

স্পোর্টস ডেস্ক: ভারতের কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেন গেল বছরের জুনে। তারপরও দায়িত্ব ছাড়ার আগে যা করেছেন তাতেই জিতেছেন ভারতের বর্ষসেরা কোচের পুরস্কার।

টাইমস অব ইন্ডিয়ার আয়োজনে জাতীয় পুরুষ ফুটবল দল, নারীদের হকি দল, নারী ক্রিকেট দল ও জাতীয় ব্যাডমিন্টন দলের ৪ কোচকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন ৪৭ বছরের কুম্বলে।

ভারতের সাবেক টেস্ট অধিনায়ক দলটির কোচিংয়ের দায়িত্ব নেন ২০১৬ সালের ২৪ জুনে। তবে পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শোচনীয় পরাজয়ের পর একবছর পূর্ণ হওয়ার আগেই ২০ জুন ২০১৭ তারিখে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

২০১৭ সালে কুম্বলের অধীনে ভারত ১৬টি ম্যাচ খেলেছে। যার মধ্যে জিতেছে ১০টি, হেরেছে ৫টি এবং ড্র হয়েছে ১টি। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। এরপর অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালসহ মোট ৩টি ওয়ানডে হেরেছিল দলটি, জিতেছিল ৫টিতে। আর টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। এই ছিল কোচ হিসেবে কুম্বলে থাকাকালীন ভারতের গত বছরের পারফরম্যান্স।

দলের এমন পারফরম্যান্সে তিনি পিছনে ফেলেছেন পুরুষদের ফুটবল দলের প্রধান কোচ স্টিফেন কনস্টানটাইন, নারী হকি দলের কোচ হরেন্দ্র সিং, নারী ক্রিকেট দলের কোচ তুষার আরথি এবং জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপিচাদকে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়