শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ে এখন ক্রিকেটের নগরী!

এম এ রাশেদ: এখন বলা যেতেই পারে জিম্বাবুয়ে এখন ক্রিকেটের নগরী! কারণটা অন্য কিছু নয়। বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব উপলক্ষে সাজসাজ রব লেগে গেছে জিম্বাবুয়ের ক্রিকেটে। বাছাইপর্বের মতো আইসিসির বড় মাপের এরকম একটি টুর্নামেন্ট দেশটির ক্রিকেটের হারানো উদ্দীপনা আবার ফিরিয়ে আনছে।

বুলাওয়ে ও হারারেতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে জিম্বাবুয়েতে পৌঁছেছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। আর বিমানবন্দরে নেমেই তারা পেয়েছে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা।

টুর্নামেন্টে অংশ নিতে সোমবার বুলাওয়েতে পৌঁছেছে দল দু’টি। জসহুয়া মুকাবুকো নকোমো আন্তর্জাতিক বিমানবন্দরে দল দু’টিকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ স্থানীয় আয়োজক কমিটি।

এদিকে, বুলাওয়ে মেট্রোপলিটন ক্রিকেটের চেয়ারম্যান ও স্থানীয় আয়োজক কমিটির সদস্য ভুমিন্ডাবা ময়ো জানিয়েছেন, ‘দলগুলোকে বেশ জাঁকজমকের সাথে স্বাগত জানানো হয়েছে। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এখানে (বুলাওয়ে), আর অন্যদলগুলো হারারেতে পৌঁছাবে।’
টুর্নামেন্টের জন্য মাসব্যাপী ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে ময়ো আরো বলেছেন, ‘সারা সপ্তাহ ও মাসের প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে। শুধু মাঠে খেলা গড়ানোটাই বাকি।’ সেই সাথে তিনি আরো জানান, ‘আমরা মানুষকে খেলা দেখতে ও জিম্বাবুয়ে দলকে উৎসাহ দিতে আহ্বান জানাচ্ছি।’

৪ মার্চ থেকে শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্বের টুর্নামেন্টটি। ২ গ্রুপে ভাগ হয়ে দশটি দল অংশ নিচ্ছে বাছাই পর্বে। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। আগেই সেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল।

গ্রুপ ‘এ’তে রয়েছে, আয়ারল্যান্ড, উইন্ডিজ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে গ্রুপ ‘বি’তে খেলবে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান, নেপাল ও হংকং।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব ও বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাবে। অন্যদিকে হারারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব, ওল্ড হারারেইয়ানস স্পোর্টস ক্লাব ও কুইকুই স্পোর্টস ক্লাবে।

সূত্র : নিউজ টুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়