শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেপরোয়া চাঁদাবাজিতে কোটিপতি হিজড়ারা

সজিব খান: রাজধানী ঢাকা শহরে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে বেপরোয়াভাবে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছেন হিজড়ারা। এসব হিজড়ারা নিজেদের মধ্যে চার-পাঁচ জন করে বিভক্ত হয়ে কয়েকটি গ্রুপে দিনের পরদিন কোনো ধরণের বাধা বিপত্তির সম্মুখীন না হয়েই চাঁদাবাজি করছে। আর বেপরোয়া চাঁদাবাজি করে অনেক হিজড়াই এখন কোটিপতি বনে গেছেন। তাদের অনেকেরই এখন রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় পাঁচতলা বাড়ি বা ফ্লাট রয়েছে।
তাদের এই গ্রুপগুলো পুরো রাজধানীবাসীর ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। বলা নেই কওয়া নেই যেখানে সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীদের পর্যন্ত টাকার জন্য বিরক্ত করছেন। এদের টাকা না দিলে মান সম্মান নিয়ে টান দেয়। এজন্য অনেকেই নিজের মানসম্মান বাঁচাতে বাধ্য হয়ে টাকা দেয়। এরা বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি- বেসরকারি অফিস, বাড়ি, ট্রেন, বাস এমনকি লঞ্চেও চাঁদাবাজি করছে। জনপ্রতি ১০ থেকে ২০ টাকা করে এ চাঁদার জন্য তারা চিত্কার-চেঁচামেচি, অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং অনেকসময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে। আর নবজাতকের খবর পেলে একাধিক গ্রুপ নিয়ে ওই বাড়িতে গিয়ে ২০ হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে প্রয়োজনে তাদের কেউ কেউ বিবস্ত্র হয়। তখন চাঁদার হার আরো বেড়ে যায়।
এতো সহজে প্রকাশ্যে চাঁদাবাজি করা সম্ভব হওয়ায় ঢাকায় হিজড়াদের সংখ্যা দিন দিন বাড়ছে।
অনেক লোক হিজড়া না হয়েও টাকার লোভে হিজড়া সেজে এই ব্যবসায় নেমে পড়েছে।
রাজধানীর বিভিন্ন স্পটে শতাধিক গ্রুপে প্রায় ৫ হাজার হিজড়া চাঁদাবাজি করছে।বেপরোয়া চাঁদাবাজি করে এসব গ্রুপের প্রধানরা কোটিপতি হয়ে গেছেন। এদের মাসিক আয় গড়ে ২ লাখ টাকা। অনেকের রয়েছে নিজস্ব ফ্ল্যাট। নিজের বাসায় না থেকে এরা গ্রুপ ধরে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকেন।
সম্প্রতি হিজড়াদের চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুটি খুনোখুনির ঘটনা ঘটে। গত ২৫ জানুয়ারি মিরপুরের একটি ফ্ল্যাট থেকে কোকিলা নামে এক হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ দুইজন হিজড়াকে গ্রেফতার করে। এরপর তারা আদালতে চাঁদার টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে কোকিলাকে গলা কেটে হত্যা করেচে বলে স্বীকার করেন। পীরেরবাগ এলাকার বিভিন্ন দোকান, বাড়ি ও প্রতিষ্ঠান থেকে মাসে ২ লাখ টাকা চাঁদাবাজি করে কোকিলার গ্রুপ। কিন্তু তাদেরকে মাত্র ৫ হাজার টাকা দেয়। যে কারণে প্রতিশোধ নিতে কোকিলাকে হত্যা করে।
এ ঘটনার ২১ দিন পর মুগদার আইসক্রিম গলির ভাড়া বাসা থেকে সুন্দরী (৪৫) নামে হিজড়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোমান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, সুন্দরীর বাসায় হিজড়া ছাড়াও অনেক পুরুষের যাতায়াত ছিল। ধারণা করা হচ্ছে সুন্দরীর টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে।
রাজধানীর বনশ্রী, খিলগাঁও, মতিঝিল, উত্তরা, আশকোনা, মোহাম্মদপুর, আদাবর, গুলশান, বনানীসহ প্রায় সকল এলাকায় হিজড়ারা চাঁদাবাজি করে। এদের মধ্যে কারও কারও রয়েছে অঢেল সম্পদ। খিলক্ষেত এলাকায় দলনেতা নাজমার অধীনে রয়েছে ৪০ জন হিজড়া। ৩০ বছর আগে পুরুষাঙ্গ কেটে হিজড়া হয় নাজমা। তার প্রায় অর্ধকোটি টাকা বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীর কাছে সুদে দেওয়া আছে।
এছাড়া খিলগাঁও তিলপাপাড়ার ময়না কয়েক বছরেই দক্ষিণ গোড়ানে পাঁচ তলার বিরাট বাড়ির মালিক হয়ে গেছেন। কয়েক কোটি টাকার আরও একটি বাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছেন এখন। তার সঙ্গে থেকে শুধু মাদক ব্যবসা চালিয়েই রেখা আক্তার ফাতেমাও খিলগাঁও এলাকায় তিনতলা ভবনের মালিক বনেছেন। ধলপুর এলাকার আবুল হিজড়ার দুটি বাড়ি আছে। গোলাপবাগ এলাকার ১৩/বি/১ নম্বর পাঁচ তলা ও ধলপুর লিচুবাগানে একটি চার তলা ভবনের মালিক তিনি।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, এটা সঠিক নয়। কেউ হিজড়াদের বিরুদ্ধে লিখিতভাবে শক্ত কোনো অভিযোগ করেন না। অভিযোগ পাওয়া গেলে অবশ্যই হিজড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ইত্তেফাক
  • সর্বশেষ
  • জনপ্রিয়