শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের জন্য অপেক্ষা করছেন জিদান

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানের ম্যাচে পায়ে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে ফিরতি লেগে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে দুদলের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই পিএসজি তারকা সুস্থ হয়ে রিয়ালের সাথে প্রতিদ্বন্দ্বী করবে বলে আশা করছেন কোচ জিনেদিন জিদান।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে আগামী ৬ মার্চ মুখোমুখি হবে দুই দল। রিয়ালের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জিতে এগিয়ে আছে রিয়াল। তবে অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ঘরের মাঠে কমপক্ষে ২-০ ব্যবধানে জিতলেই কোয়ার্টারে উঠবে প্যারিসের ক্লাবটি।

গত রোববার লিগ ওয়ানের ম্যাচে বড় ধাক্কাটি খায় পিএসজি। মার্সেইয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচের ৭৭তম মিনিটে পায়ে ব্যথা পান নেইমার। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
পিএসজি কোচ উনাই এমেরি অবশ্য আশা প্রকাশ করেছেন, রিয়াল ম্যাচের আগেই সুস্থ হয়ে ফিরবেন। তবে স্কাই স্পোর্টসের খবর অনুযায়ী, দ্বিতীয় লেগে খেলার কোনো সম্ভাবনা নেই তার।

নেইমারের মাঠে ফেরার আশা নিয়ে জিদান বলেন, ‘খেলোয়াড়দের চোট পাওয়ার বিষয়টি আমার ভালো লাগে না। নেইমারের চোট নিয়ে আমি খুশি নই। আশা করি, সে আমাদের বিপক্ষে খেলবে। আমি কখনোই চাইবো না, চোটের কারণে একজন খেলোয়াড় অনুপস্থিত থাকুক।”

অবশ্য চোটের কারণে রিয়াল মাদ্রিদেরও গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় মার্সেলো, লুকা মদ্রিচ ও টনি ক্রুসের পিএসজির বিপক্ষে খেলা অনিশ্চয়তায় আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়