শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৯ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি ১২ দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টিভি চ্যানেল ‘দেশ টিভি’র মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এম. ওবায়দুর রহমান (৪৮) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন।তিনি বাংলাদেশ কৃষক সমিতির ঘিওর উপজেলা শাখার একজন নেতাও।

১৫ ফেব্রুয়ারি খুলনায় কৃষক সমিতির সম্মেলন শেষে ফেরার পথে যশোর থেকে নিখোঁজ হন তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। ওবায়দুর রহমান জেলার ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।

কৃষক সমিতির নেতারা জানান, এম. ওবায়দুর রহমান সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ কৃষক সমিতির ঘিওর উপজেলার নেতা ছিলেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনের জন্য ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ থেকে অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে বাসে খুলনায় যান।

সম্মেলন শেষে ১৫ ফেব্রুয়ারি ওই বাসেই খুলনা থেকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে যশোর মণীহার সিনেমা হলের কাছে একটি প্রেট্রােল পাম্পে রাত ১১টায় যাত্রা বিরতী দেন। সেসময় তিনি গাড়ি থেকে নেমে গেলেও আর ওঠেননি। এর পর থেকেই ওবায়দুর নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সখিনা সুলতানা রানু জানান, ওবায়দুরের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় তার সবশেষ কথা হয়েছে।এরপর থেকেই তার ব্যবহৃত (০১৯১৩৯৬৪৫৭২) মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, তার স্বামী মাঝে মধ্যে অচেতন হয়ে পড়তেন। তবে খানেক পরেই আবার সুস্থ হয়ে উঠতেন। এটিকে মৃগী রোগ বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়