শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩১ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীদেবীর মতো অকালেই চলে গিয়েছেন যে বলিউড অভিনেত্রীরা

রবিন আকরাম: বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর প্রয়াণে বলিউডে সাড়া পড়ে গিয়েছে। তিনি আট ও নয়ের দশকে যেভাবে নিজের অভিনয় ও রূপ নিয়ে দর্শকের মনে প্রভাব বিস্তার করেছিলেন তা ভাবা যায় না। মাঝে প্রায় দুই দশক সিনেমা থেকে সরে থাকার পরে ফের অভিনয়ে ফেরেন। দুটি সিনেমা করেছিলেন। ইংলিশ-ভিংলিশ ও মম। দুটোই দারুণ হিট হয়েছিল। তারপরও সিনেমার দিকে ঝুঁকছিলেন। তবে তার আগেই জীবনের মায়া কাটিয়ে চলে যেতে হল পরলোকে। শ্রীদেবীর মতোই অকালে অনেক তারা ঝরে গিয়েছে বলিউডে। সেই তালিকায় কার রয়েছেন, দেখে নেওয়া যাক একনজরে।

মধুবালা (১৯৩৩-১৯৬৯)
ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের অন্যতম মধুবালা হৃদরোগের কারণে খুব কম বয়সে মারা যান

মীনা কুমারী (১৯৩২-১৯৭২)
ট্র্যাজিক রোলের জন্য বিখ্যাত মীনাকুমারী 'পাকিজা' সিনেমা মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই অসুস্থ হন। এরপর ১৯৭২ সালের ৩১ মার্চ মারা যান। লিভার সিসোরিসের সমস্যা ছিল তাঁর।

গীতা বালি (১৯৩০-১৯৬৫)
একটি পাঞ্জাবি সিনেমার শ্যুটিংয়ের সময়ে গীতা বালি স্মল পক্সে আক্রান্ত হয়ে মারা যান। অভিনেতা শম্মি কাপুরকে বিয়ে করেছিলেন গীতা।

স্মিতা পাতিল (১৯৫৫-১৯৮৬)
নিজের সময়ের অন্যতম সেরা মঞ্চাভিনেতা ও বলিউড অভিনেত্রী স্মিতাও খুব কম বয়সে মারা যান। সন্তানের জন্ম দেওয়ার সময়ে নানা জটিলতাই প্রাণ কেড়ে নেয় স্মিতার।

দিব্যা ভারতী (১৯৭৪-১৯৯৩)
নব্বইয়ের দশকে বলিউডের হার্টথ্রব দিব্যা সেইসময়ের সবচেয়ে সুন্দরী ও সফল অভিনেত্রীদের একজন ছিলেন। তবে মুম্বইয়ের ভারসোভায় একটি ফ্লাট থেকে পড়ে রহস্যজনকভাবে মারা যান তিনি।

পরভীন ববি (১৯৪৯-২০০৫)
একেবারে কম বয়সে না হলেও অকালমৃত্যু হয় পরভীন ববিরও। সত্তরের দশকের এই জনপ্রিয় নায়িকা জুহুতে নিজের বাড়িতেই মারা যান। তবে কারণ এখনও অধরা।

জিয়া খান (১৯৮৮-২০১৩)
কম বয়সে মারা যাওয়া তারকাদের অন্যতম হলেন জিয়া খান। মুম্বইয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। কেরিয়ারের শুরুতেই দুনিয়া থেকে বিদায় নেন জিয়া।

শ্রীদেবী (১৯৬৩-২০১৮)
মাত্র ৫৪ বছর বয়সে দুবাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে মত্ত অবস্থায় বেসামাল হয়ে বাথটাবে পড়ে যান শ্রীদেবী। তিনি ছিলেন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার। নিজের সময়ে আট ও নয়ের দশকে একার ক্ষমতায় সিনেমা হিট করিয়েছেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়