শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবেয়া-রোকাইয়ার অস্ত্রোপচার আজ মঙ্গলবার

জান্নাতুল ফেরদৌসী: জোড়া শিশু রাবেয়া-রোকাইয়ার ২টির মাথা আলাদা করা এবং তাদের চিকিৎসার জন্য গঠিত ২০ সদস্যের মেডিকেল বোর্ড ও নতুন যোগ হওয়া হাঙ্গেরির ২ সার্জনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ছোট অস্ত্রোপচারেরর মাধ্যমে তাদের ব্রেইনের এনজিও গ্রাম করা হবে। প্রথমে তাদের ব্রেইনের সব রক্তনালী পরীক্ষা করা হবে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বার্ন ইউনিটে রাবেয়া-রোকাইয়ার অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

রাবেয়া-রোকাইয়ার বাবা-মা জানান, মেয়েরা আলাদাভাবে হাঁটবে, খেলবে, আলাদাভাবে বেড়ে উঠবে এই আশায় বুক বেঁধেছি। চিকিৎসকরাও তাদের আলাদা করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এজন্য ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটা অস্ত্রোপচার করতে হবে বলেও জানান চিকিৎসকরা।

শিশু ২টির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ২ শিশুকে। তাদের মা তাসলিমা খাতুন ও বাবা রফিকুল ইসলাম সঙ্গে আছেন। পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা তাঁরা।

ডা. সামন্ত লাল বলেন, এরপর সবকিছু যাচাই করে পরে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হবে। আলাদা করার জন্য প্রতিটি অস্ত্রোপচারই ঝুঁকিপূর্ণ। এর ফলে শিশু ২টির বড় ক্ষতি হয়ে যেতে পারে, যা তাদের মা-বাবাকে জানানো হয়েছে। তাঁরাও এতে রাজি হয়েছেন।

শিশু ২টির বাবা রফিকুল ইসলাম তাদের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘আমাকে জানানো হয়েছে যে তাদের আলাদা করার ক্ষেত্রে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তবুও আমরা চিকিৎসকদের কথায় তাদের অস্ত্রোপচারের জন্য রাজি হয়েছি। ওদের সুন্দর ভবিষ্যতের জন্য। মেয়েরা আলাদাভাবে হাঁটবে, খেলবে, আলাদাভাবে বেড়ে উঠবে এই আশায়।’ সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়