শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে ঘরে ভাইরাসজনিত রোগের দাপট

ডেস্ক রিপোর্ট : শীত শেষ। আবহাওয়া পরিবর্তনের জন্য এখন রাতের শেষভাগে ও ভোরে হালকা ঠাণ্ডা অনুভূত হলেও দিনের বেলায় প্রখর সূর্যতাপে গরম লাগছে। বসন্তের বয়ে যাওয়া বাতাসেও গরম অনুভূত হচ্ছে। আর ঋতু পরিবর্তনের এই সময়ে রাজধানীসহ দেশবাসী আক্রান্ত হচ্ছেন ভাইরাসজনিত নানা রোগে।

চিকিৎসকরা জানিয়েছেন, ঘরে ঘরে শিশু-বৃদ্ধ ও নানা বয়সী মানুষ জ্বর, সর্দি-কাশি ছাড়াও ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, টনসিলাইটিস, ব্রংকাইটিস, সাইনোসাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে ধুলাবালিতে কারও কারও চোখ ফুলে উঠছে। অনেকে আবার পানিবাহিত রোগ যেমন- ডায়রিয়া-আমাশয়েও আক্রান্ত হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জ্বরে আক্রান্তদের কারও শরীরজুড়ে থাকছে তীব্র ব্যথা। আর শহরজুড়ে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সৃষ্ট তীব্র ধুলাবালিতে অ্যাজমা ও হাঁপানির রোগীরা শ্বাসকষ্টের সমস্যায় বেশি ভুগছেন। রাজধানীর রামপুরার বাসিন্দা রাজু আহমেদ ও তার দুই সন্তান গত চার দিন ধরে জ্বরে ভুগছেন। জ্বরের পাশাপাশি রাজু সর্দি-শুষ্ক কাশিতে ভুগলেও তার দুই পুত্র ডায়রিয়ায় কাহিল হয়ে পড়েছে। তিনজনের কারও মুখেই খাওয়ার রুচি নেই। রাজুর স্ত্রী মুক্তা আহমেদ বলেন, জ্বরের সঙ্গে পাতলা পায়খানা হওয়ায় তাদের দুই পুত্র শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসকের পরামর্শ মতো তিনি স্বামী ও সন্তানদের ওষুধ ও খাবার খাওয়াচ্ছেন।

মিরপুরের রূপনগর এলাকার গৃহিণী পপি আক্তার জানান, এক সপ্তাহ আগে তিনি জ্বর ও সর্দিতে আক্রান্ত হন। এতে তার দুই চোখ ফুলে যায়। চার-পাঁচ দিন পরও জ্বর না কমায় তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। স্বাস্থ্য পরীক্ষার পর পপি জানতে পারেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে এই গৃহিণী চিকিৎসা নিচ্ছেন। তাকে স্যালাইন দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানান, আবহাওয়ার পরিবর্তনে এবং শহরে ধুলাবালির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় হঠাৎ মানুষ বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। গরম বেড়ে যাওয়ায় দুপুরের সময় অনেকে শরবত জাতীয় পানীয় পান করছেন। এ ছাড়া বাইরের অন্যান্য খাবার যেমন— আখের রস, আইসক্রিম ও ফুচকা খাওয়ার ফলে শিশু ও নানা বয়সী মানুষ পেটের পীড়ায় ভুগছেন। আবার ঘরে তৈরি খাবারও দীর্ঘ সময় ফ্রিজের বাইরে রাখার ফলে তা নষ্ট হয়ে যাচ্ছে। এসব খাবার খেয়ে মানুষ পেটের পীড়ায় ভুগছেন।

তবে শিশু ও বয়স্করা তুলনামূলক বেশি অসুখে ভুগছেন। এ ছাড়া আগে থেকেই যারা অ্যাজমা ও হাঁপানির কষ্টে ভুগছেন আবহাওয়া পরিবর্তনের এই সময়ে তাদেরও ভোগান্তি বেড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, অসুস্থতা এড়াতে এ সময় খুব প্রয়োজন না হলে দীর্ঘ সময় ঘরের বাইরে থাকা উচিত নয়। বাইরের খাবারও এড়িয়ে চলতে হবে। ফুটানো বিশুদ্ধ পানি পান করতে হবে। কর্মজীবীদের কাপড় পরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং ধুলার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে। শরীর থেকে অতিরিক্ত লবণ বের হয়ে যাওয়ায় স্যালাইন পান করতে হবে। আর বাচ্চারা যাতে ধুলাবালিতে না খেলে সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়