শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মিয়ানমারের ৪ বিজিপি অস্ত্রসহ আটক

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ ঢুকে পড়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মিয়ানমার কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উঞ্চিপ্রাং সীমান্তে অস্ত্রসহ তাদের আটক করে বিজিবি। সন্ধ্যায় ওই সীমান্তে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক শেষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্যকে হন্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উঞ্চিপ্রাং সীমান্তে মিয়ানমারের বিজিপি কমান্ডার লে. সোং ওয়েসহ ৪ জন সীমান্তরক্ষী সাদা পোশাকে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়েন। পরে সীমান্তে টহলররত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মিয়ানমারের ওই চার সীমান্ত রক্ষীকে আটক করে টেকনাফের উঞ্চিপ্রাং বিওপিওতে নিয়ে আসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক জানান, সন্ধ্যায় টেকনাফ সীমান্তে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত ৪ জনকে অস্ত্রসহ মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তারা কি উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে অস্ত্রসহ বাংলাদেশ সীমান্তের টেকনাফে ঢুকে পড়েছিল তার রহস্য জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়