শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর কোনও স্বপ্ন নেই রোনালদোর!

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত পুরস্কারে তার ট্রফিকেস ভরা। এক ব্যালন ডি’অর আছে পাঁচটি। দলীয় অর্জনেও সাফল্যের বৃষ্টিতে ভিজেছেন অসংখ্যবার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আর কোনও কিছু জেতার স্বপ্ন দেখেন না ক্রিস্তিয়ানো রোনালদো।

উচ্চাকাঙ্ক্ষী রিয়াল মাদ্রিদ উইঙ্গারের হঠাৎ এমন গা ছাড়া ভাব? প্রশ্নটা মনের কোণে এসে ধাক্কা দেওয়াটা অস্বাভাবিক নয়। আসলে রোনালদো তার ক্যারিয়ারের প্রাপ্তির আনন্দ বোঝাতে গিয়ে এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে। জয়ের প্রচন্ড ইচ্ছাশক্তি এখনও আছে তার মাঝে, তবে এই মুহূর্তে যদি ফুটবলকে বিদায় জানাতে হয়, তাহলে কোনও আক্ষেপ নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে স্বরূপে ফেরা পর্তুগিজ অধিনায়ক সবশেষ লিগ ম্যাচে আলাভেসের বিপক্ষে করেছেন জোড়া গোল। তার আগে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচেও দুইবার করেছেন লক্ষ্যভেদ। ফর্মে ফেরা বিশ্বসেরা খেলোয়াড় তার ক্যারিয়ারের সেরা মুহূর্তের দিকে নজর দিলে দেখতে পান, ‘অনেক সুন্দর জয়ের স্মৃতি থাকায় আমার আর কোনও স্বপ্ন নেই।’ পর মুহূর্তেই আবার চেনা রোনালদো, ‘অবশ্য যদি আপনি আমাকে আবারও কোনও কিছু জেতার কথা বলেন, তাহলে আমি অবশ্যই বিশ্বকাপ জিততে চাইব। তবে এই মুহূর্তে ক্যারিয়ার শেষ করলেও (আমার অর্জন নিয়ে) আমি গর্বিত ও আনন্দিত।’

দিনকয়েক আগেও রোনালদোর সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। নিন্দুকদের কথার তীরে বিদ্ধ হয়েছেন তিনি। যদিও পর্তুগিজ তারকা সমালোচনায় কান দেন না। ভক্ত-সমর্থকদের দিকেই থাকে তার সব নজর, ‘অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দ করে, অনেকে আবার করে না। আমি সবসময় আমাকে পছন্দ করা, সমর্থন দেওয়া, পাশে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ রাখি। মার্সেলো ও কাসেমিরো আমাকে বলেছে, ব্রাজিলের অনেক মানুষ আমাকে পছন্দ করে।’

রোনালদো এখন অনেক তরুণ খেলোয়াড়ের আদর্শ। একটা সময় তারও আদর্শ ছিলেন অনেকে। ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেলের সামনে আনলেন নামগুলো, “একটা পর্যায়ে আমি বেশ কয়েকজন খেলোয়াড়ের দিকে নজর রাখতাম; তাদের মধ্যে রয়েছেন রুই কোস্তা, ফের্নান্দো কৌতো ও ফিগো। ভাবতাম ‘আমি তাদের সঙ্গে একই দলে খেলতে চাই।” বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়