শিরোনাম

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৮ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলী অবরোধে গাজাঁতে ১ সহস্রাধিক ফিলিস্তিনির মৃত্যু

মাহাদী আহমেদ : ফিলিস্তিনের গাঁজার ওপর ইসরায়েলী প্রশাসনের আরোপকৃত প্রায় ১২ বছরের চলমান ভুমি, আকাশপথ এবং জলপথ অবরোধের কারণে ১ সহস্রাধিক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটিতে কাজ করা দাতব্য সংস্থা সমূহের জোট।

এ জোটের আহ্বায়ক আহমাদ আল-কুর্দ রোববার এক বক্তব্যে জানান, গত কিছু দিনের মধ্যে গাজাঁয় জন্ম নেওয়া ৫টি নবজাতক শিশু প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে।

অবরোধের কারণে মৃত্যুর শিকার হওয়া এক সহস্রেরও অধিক লোকের মধ্যে সাড়ে ৪ শতাধিকেরও বেশী লোক সেখানে চিকিৎসা খাতে ধ্বস নামার ফলে পর্যাপ্ত চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করেছে।

ইসরায়েলী অবরোধের কারণে গাজাঁর অধিবাসীরা পানি এবং বিদ্যুতের চরম শঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছে। গাজাঁতে ইসরায়েলী কর্তৃপক্ষ পানি এবং বিদ্যুতের সরবরাহ দিনদিন আরও কমিয়ে দিচ্ছে। তার ওপর ঔষধ ও চিকিৎসকের অভাবে সেখানকার অধিবাসীরা মানবেতর জীবন-যাপন করছে।

পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অভাবে সেখানকার চিকিৎসকেরা রোগীদের সঠিকভাবে অস্ত্রপচার পর্যন্ত করতে পারছেনা। এ প্রসঙ্গে আল-কুর্দ বলেন, ২০০৬ সাল থেকে জারিকৃত এ অবরোধের ফলে শুধুমাত্র অপর্যাপ্ত বিদ্যুতের কারণে একশতাধিক লোক মৃত্যু বরণ করেছে।

বিদ্যুতের বিকল্প হিসেবে মোমবাতি, জলন্ত কাঠ, জেনারেটর ইত্যাদি ব্যবহারের ফলে ঘটা অগ্নিকান্ডে অনেক লোকের মৃত্যু হয়েছে।

এছাড়াও কৃষি মাঠে, মাছ ধরতে গিয়ে ও সুড়ঙ্গ দিয়ে চলাফেরা করতে গিয়ে আরও প্রায় সাড়ে তিন’শ লোক নিহত হয়েছে। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়