শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাখাইন বর্তমানে মানুষের কসাইখানা : জাতিসংঘ

আসিফুজ্জামান পৃথিল : জাতিসংঘের মানবতা বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন উত্তর রাখাইনকে ক্রমবর্ধমান কসাইখানা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন রাখাইনে বেড়ে চলা আতংক নিয়ন্ত্রণে কখনই যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি।
সোমবার জেনেভায় জাতিসংঘের মানবতা বিষয়ক এই শীর্ষ কর্তা বলেন, ‘সিরিয়ার পশ্চিম গৌতা, কঙ্গোর ইতুরি এবং কাসাইস, ইয়ামেনের তাইজ, মিয়ানমারের উত্তর রাখাইন বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ক্রমবর্ধমান কসাইখানা।
তিনি বলেন, রোহিঙ্গারা নিজ বাড়িতেই হত্যার এবং মানবতা লংঘনের শিকার হচ্ছেন। যারা হত্যা করছে এবং যারা হত্যাকান্ডে নীরব সমর্থন দিচ্ছে উভয়েই সমান অপরাধী।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সমালোচনায় তিনি আরো বলেন, ‘যখন অত্যাচারিকে রুখবার সঠিক সময় ছিল তখন ভেটোর মাধ্যমে ব্যবস্থা গ্রহণকে আটকে দেওয়া হয়েছে। স্থায়ী সদস্যদের অবশ্যই নিপীড়িত মানুষদের কাছে জবাবদিহি করতে হবে।’
তিনি জানান ফ্রান্স ভেটো দেবার ব্যাপারে যথেষ্ট সংযত আচরণ করে। এখন যুক্তরাজ্যও যথেষ্ট সংযত। রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনকেও সংযত আচরণ করতে হবে।
জাতিসংঘের তথ্য মতে গত বছরের আগস্টে রাখাইনে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সীমান্ত পেরিয়ে ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সূত্র : ইউএনবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়