শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উ.কোরিয়ার সাথে আলোচনার একমাত্র বিষয় হবে পারমাণু নিরস্ত্রীকরণ: হোয়াইট হাউস

সান্দ্রা নন্দিনী: হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার সাথে আলোচনা হলে তা হবে শুধুই পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে। পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকের সমাপনীতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে রোববার উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয় যে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক। মূলত, এর প্রেক্ষিতেই একথা জানায় হোয়াইট হাউজ।

এর আগে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, এক বছর পর দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের যে মেলবন্ধন গড়ে উঠেছে, যুক্তরাষ্ট্রের উচিৎ তাতে সামিল হওয়া।

প্রসঙ্গত, পরমাণু ক্ষেপণাস্ত্র ইস্যুতে উত্তর কোরিয়ার ওপর একবছরের বেশি সময় ধরে চলা জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞার মাঝে শীতকালীন অলিম্পিককে ঘিরে উত্তর-দক্ষিণ দুই কোরিয়ার মধ্যকার সম্পর্কের জমে থাকা বরফ কিছুটা হলেও গলতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উত্তর কোরিয়ার ওপর সকল নিষেধাজ্ঞা বলবৎ থাকবে জানিয়ে হোয়াইট হাউজ বলে, ‘পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে একটি বার্তা এসেছে যে তারা আলোচনায় বসতে আগ্রহী। বিষয়টিকে আমরা তাদের পরমাণু নিরস্ত্রীকরণের পথে একধাপ এগিয়ে আসা হিসেবেই দেখছি। তবে একইসাথে, যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্ব এটিও স্পষ্ট করবে যে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি মৃত অধ্যায়।' রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়