শিরোনাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১৭ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মশার উপদ্রব সমাধানে বিমানবন্দরে জরুরি বৈঠক

সজিব খান: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই কয়েকদিন ধরে মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। তাই এ সমস্যার সমাধান বের করতে জরুরি বৈঠক ডেকেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অপারেশনের দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল জাকিরের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ আলাপ করে জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ, অ্যাপ্রোন এরিয়া ও তৎসংলগ্ন এলাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে। এয়ারক্রাফটের দরজা খুলতেই ঝাঁকে ঝাঁকে মশা প্রবেশ করছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উৎপাতের কারণে মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এমএইচ ১৯৭) ফ্লাইট ছাড়তে নির্দিষ্ট সময় থেকে দুই ঘণ্টা দেরি হয়। এ ঘটনার পর মশার উৎপাত বন্ধের বিষয়ে তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়