শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্রিতে পিছিয়ে কাব্যগ্রন্থ

ডেস্ক রিপোর্ট : সাহিত্যের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে কবিতা। প্রতিবাদের ভাষা, প্রেমের আহ্বান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও গণতান্ত্রিক সব আন্দোলনেই কবিতা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বরাবরের মতো এবারের একুশের গ্রন্থমেলায় সর্বাধিক সংখ্যক কবিতার বই প্রকাশিত হয়েছে। গতকাল মেলার ২৫তম দিন পর্যন্ত মোট বই প্রকাশিত হয়েছে ৪ হাজার ১৭টি। এর মধ্যে কাব্যগ্রন্থই ১ হাজার ২৮২টি। ৬০২টি গল্পগ্রন্থের প্রকাশনার মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ প্রকাশনার তালিকায় রয়েছে গল্পগ্রন্থ। এর পরে ৫৭৩টি প্রকাশনা নিয়ে প্রকাশনার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে উপন্যাস। তবে আগামী কয়েকদিনে কাব্যগ্রন্থের প্রকাশনা প্রায় দুই হাজারে উন্নীত হতে পারে বলে মনে করেন মেলার আয়োজক বাংলা একাডেমি। প্রকাশনার দিকে শীর্ষস্থানে থাকলেও পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারেনি কাব্যগ্রন্থ। কবিতার বই তেমন চলছে না এমনটি জানালেন কজন প্রকাশক।

কয়েকজন বিক্রয়কর্মী জানান, পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস ছাড়া কবিতার বই খুব একটা বিক্রি হয় না। কবি নির্মলেন্দু গুণ বলেন, আমাদের সাহিত্যের প্রধান ভাষাই হলো পদ্য। বাঙালির ইতিহাস ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে কবিতা। এ দেশের মানুষ যে কোনো কিছুর প্রকাশে কবিতা লিখবে এটাই স্বাভাবিক। দেশের এত মানুষ যে কবিতার চর্চা করেন এটা আমাদের জন্য গর্বের বিষয়। একজন নতুন বা তরুণ কবি কিছুটা দুর্বল কবিতা লিখবেন এটাই স্বাভাবিক। তাই বলে তাকে নিরুৎসাহিত করা যাবে না।

কবি আসাদ চৌধুরী বলেন, ‘ইউরোপ, আমেরিকার মিথ, জাপান ও চীনের হাইকু— ইত্যাদির ব্যবহার করছেন তরুণ কবিরা। তারা আমাদের সাহিত্যের পুনর্গঠনে ভাষার উৎস সন্ধান করে চলেছেন। এবারের মেলায় গতকাল ২৫তম দিন পর্যন্ত প্রকাশিত ১ হাজার ২৮২টি কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কবিতার বইগুলো হলো— ‘অন্যপ্রকাশ’ থেকে এসেছে সৈয়দ শামসুল হকের নতুন কাব্যগ্রন্থ ‘উৎকট তন্দ্রার নিচে’ এবং কবি শিহাব শাহরিয়ারের কাব্যগ্রন্থ ‘রাত পৌনে চারটা’, ‘অনন্যা’ প্রকাশিত মহাদেব সাহার ‘অনন্তের বাঁশি’, অবসর প্রকাশিত নির্মলেন্দু গুণের ‘একটি সন্তানসম্ভবা পাখির গল্প,’ ও কাকলী প্রকাশিত ‘নয় খণ্ডের রচনাবলি’, চারুলিপি প্রকাশিত সৈয়দ শামসুল হকের ‘শ্রেষ্ঠ কবিতা’, অনিন্দ্য প্রকাশিত আহমদ রফিকের কাব্যগ্রন্থ ‘নির্বাসিত নায়ক’, ‘অন্বেষা প্রকাশিত রফিক আজাদের ‘প্রেম ও প্রকৃতির কবিতা’, তাম্রলিপি প্রকাশিত শানারৈ দেবী শানুর ‘ত্রিভুজ’, ইত্যাদি। গতকাল নতুন বই প্রকাশ হয়েছে ১০৭টি। গতকাল মেলার প্রবেশদ্বার খোলা হয় বিকাল ৩টায় এবং মেলা চলে যথারীতি রাত ৯টা পর্যন্ত।

আমিনুর রহমান সুলতানের ‘লোকগল্পের কবিতা’ : প্রকাশনা সংস্থা চারুলিপি প্রকাশ করেছে বাংলা একাডেমির উপ-পরিচালক (গবেষণা) কবি ড. আমিনুর রহমান সুলতানের কাব্যগ্রন্থ ‘লোকগল্পের কবিতা’। কবিতার পঙিক্ততে এই কাব্যগ্রন্থটিতে কবি সুলতান দেশের লোকগল্পগুলো তুলে ধরেছেন। বইটির মূল্য ১০০ টাকা।

যুদ্ধশিশুদের নিয়ে খালেদ আহমেদের ‘ওয়ারবর্ন : যুদ্ধশিশুদের নিয়ে খালেদ আহমেদ রচনা করেছেন ভিন্নধর্মী বই ‘ওয়ারবর্ন’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা মুক্তদেশ। ওয়ারবর্নদের নিয়ে জাতিসংঘ যাতে একটি যুগোপযোগী আইন করে সেই বিষয়টিই এই বইয়ের মূল উপজীব্য। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়