শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৭ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা জমে উঠেছে। রোববার মেলায় ভিড় জমান শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেলার দ্বিতীয় দিনে সরেজমিন গিয়ে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের স্টলে শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব উদ্ভাবন প্রদর্শন করছেন।

এছাড়াও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কামরুল তাঁদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখিয়ে বলেন, বর্তমান আধুনিক যুগে প্রকৌশলী দিয়ে ডিজাইন করে সরকারি নিয়ম মেনে বাড়ি ঘর ও বহুতল ভবন বানালে তাতে বড় ধরনের কোন বিপদ আপদ আসবে না।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক মোঃ ইমন জানান, তারা ৪টি প্রকল্প নিয়ে এখানে প্রদর্শন করছে তার মধ্যে একটি ওয়াটার লেবেল সিস্টেম যেকোন ট্যাংকিতে পানি ভর্তি হলে বা পানি শূন্য হলে তা অটোমেটিক অ্যালার্ম দিবে। অন্যটি হলো বাড়ির চুরি রোধে অটোমেটিক সিস্টেম ম্যাসেজ এ বাড়িতে কেউ প্রবেশ করলে বা বের হলে বাড়ির মালিকের কাছে তা অটোমেটিকভাবে ম্যাসেজ যাবে।

এছাড়াও মেলায় ৪৫টি স্টলে বিভিন্ন সরকারি বে-সরকারি অফিসের বিভিন্ন সেবা দেবার প্রচার প্রচারনা দেখা গেছে।

মেলা দেখতে আসা নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া জানান, মেলায় তিনি বিভিন্ন স্টল ঘুড়ে ঘুড়ে দেখছেন কিভাবে সরকারি অফিস আদালতের লোকজন মানুষকে ডিজিটাল পদ্ধতিতে সেবা দিচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মামুন জানান, তিনি প্রথমবারের মত এ মেলায় এসেছেন মেলায় মানুষের ভিড় দেখে তিনি খুব খুশি। তিনি মেলায় স্বাস্থ্য বিভাগ ও পাসপোর্ট অফিসের সেবার মান লক্ষ নিয়ে বেশকিছু লিফলেট দেখতে দেখতে বলেন, এখানে তারা যেভাবে সেবা দেবার কথা বলছে প্রকৃতপক্ষে যদি এ সেবা দেয়া হয় তবে সাধারণ জনগণ তাতে খুব খুশি হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়