শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার সন্ধ্যায় ঢাকা-কলকাতায় অভিজিৎ স্মরণে আলোক প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ৩য় মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অভিজিৎ চত্বরে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি কলকাতার বারাসাত স্টেশন, ১ নং টিকিট কাউন্টারের সামনে চাতালে অভিন্ন কর্মসুচি পালন করা হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এই কর্মসূচি পালন করা হবে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ইসলামপন্থি জঙ্গিদের চাপাতির কোপে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, বিজ্ঞানমনষ্ক লেখক, ব্লগার অভিজিৎ রায়। আহত হন তার স্ত্রী বন্যা আহমেদ।

এ কর্মসূচির আয়োজন করেছে পূর্ব-পশ্চিম নামের ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ। কর্মসূচির অন্যতম আয়োজক অপরাজিতা সংগীতা জানান, মৌলবাদের কালো থাবায় বারবার বিপর্যস্ত হয়েছে মুক্তচিন্তা। অভিজিৎ রায়কে খুনের পর ধর্মান্ধদের চাপাতির আঘাতে ধারাবাহিকভাবে খুন হয়েছে ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ্যায় নীল, ফয়সাল আরেফীন দীপন, নাজিমুদ্দিন সামাদ, অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী, জুলহাস মান্নান, মাহবুব তনয়সহ অনেকে।

অভিজিৎ রায় সহ নিহতদের স্মরণের পাশাপাশি সকল হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমকে গতিশীল করার দাবি জানাতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়