শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:২০ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ দলের দায়িত্ব নিতে চান সুজন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আপাতত কোনো প্রধান কোচ নেই। সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে প্রধান কোচ ছাড়াই খেলেছে টাইগাররা। এই দুই সিরিজে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন।

সিরিজে বাংলাদেশ বারবার ব্যর্থ হওয়ার পর খালেদ মাহমুদ সুজনকে নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। এরপর তিনি আর দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছিলেন। এমনকি মিডিয়ারও সমালোচনা করেছিলেন তিনি। তবে, আগের অবস্থান থেকে সরে এসে আবারও দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন।

এবার শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে অংশ নিবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত। দলে প্রধান কোচ না থাকায় অন্য কাউকে আপাতত দায়িত্ব দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দায়িত্ব যদি পান খালেদ মাহমুদ সুজন তাহলে তা গ্রহণ করতে প্রস্তুত তিনি।
খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বিসিবি আমাকে কোনো দায়িত্ব দিলে আমি কখনো না বলি না। সিরিজ নিয়ে এত কথা হচ্ছিল যে আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছি। আমি কাউকে আঘাত দেয়ার জন্য কিছু বলিনি। এজন্য আমি দুঃখিত। অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য মিডিয়ার ভূমিকা আছে।’

তিনি আরও বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে দলে যেসব নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছিল তারা সকলেই চমৎকার ছিল। আশা করি ভবিষ্যতে তারা ভালো করবে। সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি আছে। সুতরাং, ইনজুরির সাথে আপনাকে লড়াই করতে হতে পারে। নতুনদের নিয়েও আমাদের ভাবতে হবে। আমরা আপাতত তাদের শুধু টি-টোয়েন্টিতে সুযোগ দিতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়