শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টোকসের ফেরার দিনে হারলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের অভিজ্ঞ রস টেলর তুলে নিয়েছেন ওডিআই ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে ইংল্যান্ডকে হারিয়েছে নিউজিল্যান্ড। এদিকে মারামারি করে নিষেধাজ্ঞার কবলে ছিলেন ইংল্যান্ড তারকা বেন স্টোকস। জাতীয় দলে ফিরতে অপেক্ষায় ছিলেন অনেকদিন। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিরলেও তার প্রত্যাবর্তনটা সুখের হয়নি। শেষ ওভারের রোমাঞ্চে সফরকারীদের প্রথম ম্যাচে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

এদিন ২৮৫ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডের ত্রাতা ছিলেন মিচেল স্যান্টনার। ২৭ বলে ঝড়ো গতিতে তুলেছেন ৪৫ রান। আদিল রশিদের ওভারে টানা ছয় মারার পর ক্রিস ওকসের ওভারেও অব্যাহত ছিল তার ঝড়। ছয় মেরেই শেষ ওভারে জয় নিশ্চিত করেন স্যান্টনার।

কিউইদের হয়ে বাকিরা যেখানে ব্যর্থ ছিলেন সেখানে জয়ের মঞ্চটা গড়ে দেন রস টেলর। ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরির পাশাপাশি টম ল্যাথামের সঙ্গে গড়েন ১৭৮ রানের জুটি। ল্যাথাম ৭৯ ও টেলর ১১৩ রানে ফিরলে ঝুঁকিতে পড়ে গিয়েছিল কিউইরা। কিন্তু জুটি যে ফেলনা ছিল না ৪৯.২ ওভারে দলকে জিতিয়ে এর যথাযথ প্রমাণ দিয়েছেন স্যান্টনার। তার ২৭ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়।

এর আগে টস হেরে ব্যাট করে ৮ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জশ বাটলারের ৭৯ রান ছিল সর্বোচ্চ। এছাড়া জো রুটের ৭১ ও ওপেনার জেসন রয় ৪৯ রান করেন। ২৪ সেপ্টেম্বরের পর ফেরা স্টোকস ১২ রানের বেশি কিছু করতে পারেননি। তবে বল হাতে ছিলেন সফল। টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেট নিয়েছেন ৪৩ রানের বিনিময়ে।

৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন রস টেলর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়