শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় ছড়া কবিতা ও গল্পগ্রন্থ নিয়ে তিন তরুণ আলেম

ওয়ালি উল্লাহ সিরাজ ও রায়হান রাশেদ: ফেব্রুয়ারি মাস। ভাষার মাস। আমাদের প্রাণের মেলার মাস।এ মাসটি আমরা উদযাপন করি ভাষা কেন্দ্রিক বিভিন্ন আয়োজনের মাধ্য দিয়ে। আর এই আয়েজনগুলোর মধ্যে একুশে গ্রন্থমেলা হচ্ছে অন্যমত একটি আয়োজন। বইমেলাকে আজ শুধু একটি বইমেলা বললে ভুল হবে। বইমেলা হচ্ছে বাঙ্গালী জাতির সার্বজনীন উৎসব।

একটি জাতির সভ্যতা বিনির্মাণ ও জ্ঞানগত উন্নয়নে এমন গ্রন্থমেলার বেশি কিছু কার্যকরী ভূমিকা আছে। সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, বিষয়ভিত্তিক বইয়ের বিপুল সমাহার পাঠকদের সামনে তুলে ধরে জ্ঞানের জগতকে বিস্তৃত করে । তাই তো পাঠক-লেখক সবাই বছরের পুরো সময়টুকু অপেক্ষা করে প্রাণের এ মেলার জন্য। বইমেলা একজন পাঠকের জন্য খুবই আনন্দের জায়গা। এখান থেকে সে তার পছন্দের বিভিন্ন বই সংগ্রহ করতে পারে। আবার একজন লেখকের জন্য আনন্দের জায়গা। তাই তো লেখকরা সারা বছর অপেক্ষা করে এই একুশে গ্রন্থমেলার জন্য। এবারের বইমেলায় প্রকাশ হয়েছে তিন তরুণ আলেম লেখকের বইÑ আমিন আশরাফের যৌথ গল্পগ্রন্থ ‘গল্পের দশ হা’ নকীব মাহমুদের ছড়াগ্রন্থ ‘চাঁদ উঠেছে তারারে দেশে’ ও আমিনুল ইসলাম হুসাইনীর গল্পগ্রন্থ ‘জিলাপি’।

গল্প! জীবনের এলোমেলো ও অবিন্যস্ত খ-চিত্রের গোছালো রূপায়ন। জনবিহ্বল নগরে একজন মানুষ একটা গল্প। গল্পই মানুষ না বরং মানুষই গল্প। একটা চরিত্র। কোন দেশ, জাতি, চরিত্র ও সমাজকে হিসেব করতে গেলে আস্তে আস্তে সেটাও হয়ে ওঠে অনন্য এক গল্প। সমাজের জন্য কিছু করতে চাইছেন? সেখানেও দেখতে পাবেন যৌবনদীপ্ত গল্প আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। জীবনে-যাপনে, জয়ে, পরাজয়ে রয়েছে, তর তর করে বড় হতে থাকা রূপবতী গল্প। মানুষ! মানুষের প্রতিটা মুহূর্তই একটা গল্প, একটা দীর্ঘমেয়াদি চরিত্র। যাপিত জীবনে মানুষের কথা জানতে হলে গল্পের ঝুলি আপনাকে খুলে বসতেই হবে। হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে গল্পের প্রতিটা অণুপ্রাণননকে। প্রতিটা স্থিরচিত্রের আকছার দৃশ্যের রূপবর্ণনা একজন শিল্পীর জন্য অসম্ভব। প্রতিটা দৃশ্যের পূর্ণাঙ্গতা পেতে হলে আপনাকে দ্বারস্থ হতে হবে অনেক গল্পকারের। পড়তে হবে অনেককে। যারা জীবনকে মানুষের কাছে অর্থবহ করে তোলেন। বিশ্বাসে আনে অমিত শক্তি। আর এসব অকপট বর্ণনার নির্মোহ শব্দায়োজনের সম্মিলিত নাম গল্প। ‘গল্পের দশ হাত’ সেসবের মলাটবদ্ধরূপ। বইটি গল্পকার আমিন আশরাফের সম্পাদনায় প্রকাশে হয়েছে এবারের বইমেলায়। রংধনু পাবলিকেশন্সের প্রকাশনায় বইটির পরিবেশনা করছে পরিবেশনা করছে দাঁড়িকমা প্রকাশনী।

‘চাঁদ উঠেছে তারারে দেশে’ প্রতিভাবান ও ছড়াকার নকীব মাহমুদের ছড়ার বই। বইটিতে রয়েছে সুন্দর সুন্দর ১৬টি ছড়া। বইটির দ্বিতীয় ছড়াটা চমৎকার একটি একটি ছাড়া। আঁধার কেটে প্রভাত এলো,সূযিমামা হাসে/ আলোর কিরণ যায় ছড়িয়ে, সবুজ-শ্যামল ঘাসে। দেশের গান ছাড়ার প্রথম পঙ্গতি। আরো আছে মামার বাড়ি ছড়া, হাবা আর গোবা, বৃষ্টি পড়ে, স্বপ্নে আঁকা স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ছড়া। ছড়ার বইটি একুশে বইমেলার ৬৬৬ নং প্যাভিলিয়ন দাঁড়িকমা প্রকাশনী প্রকাশ করেছে। বইটির মুদ্রিত মূল্য ৬০ টাকা। নকীব মাহমুদের গতবছর বইমেলায় প্রকাশিত কিশোর উপন্যাস রহস্যের খোঁজে শন্তুমামা এবং গল্পগ্রন্থ নতুন দিনের গল্প শোনো বই দুটিও পাওয়া যাচ্ছে দাঁড়িকমার ৬৬৬ নাম্বার স্টলে।

 

 

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে গল্পকার আমিনুল ইসলাম হুসাইনী’র কিশোর গল্পগ্রন্থ ‘জিলাপি’। জিলাপিতে মোট ১৪টি গল্প আছে। গল্পের ভাঁজে ভাঁজে মেখে দেয়া হয়েছে একটি কিশোরের সত্যিকারের মানুষ হয়ে ওঠার উপকরণ। ধনী দরিদ্রের সংঘাত, হিংসাপরায়নতা আর প্রযুক্তির ভুল ব্যবহারে ভবিষ্যত প্রজন্ম কতোটা ধ্বংসের অতলে যাচ্ছে, জিলাপিতে তা’ই তুলে ধরা হয়েছে। যা থেকে শিক্ষা নিতে পারলে কিশোরদের মনন হবে কোমল এবং পবিত্র। হবে নৈতিকতায় পুষ্ট। কৌতূহলোদ্দীপক প্লট, ক্লাসিকেল থিম আর পা-িত্যপূর্ণ সব চরিত্র বিনির্মাণের কারণে জিলাপি পাঠক মহলকে দারুণ আলোড়িত করবে। ইসলামী অঙ্গণে বড়দের গল্প,উপন্যাস অনেক থাকলেও, শিশু-কিশোরদের উপযোগী গল্পের বই তেমন নেই বললেই চলে। ‘জিলাপি’ সেই শূন্যস্থান কিছুটা হলেও পূরণ করবে বলে আমার বিশ্বাস। এ বিশ্বাস আর ভালোবাসা থেকেই প্রত্যাশা, মৌ মৌ সুবাসে মুগ্ধ হোক ‘জিলাপি’র শহর।

বইটি প্রকাশিত হয়েছে ইসলামী ‘রাহনুমা প্রকাশনী’র অঙ্গপ্রতিষ্ঠান ‘রংধনু প্রকাশনী’। পরিবেশনায় রয়েছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদশিল্পী সাজিদুল ইসলাম সাজিদের আঁকা প্রচ্ছদে বইটির গায়ের মূল্য ১৪০ টাকা। বইমেলায় বইটি পাওয়া যাবে ৬৬৬ নং স্টলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়