শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ৩০দিনের যুদ্ধবিরতি অনুমোদন করেছে সিকিউরিটি কাউন্সিল

আব্দুর রাজ্জাক: গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ায় মানবিক বিপর্যয়ের মুখে ৩০দিনের যুদ্ধবিরতির অনুমোদন দেয়া হয়েছে । দেশটিতে মানবিক সাহায্য পৌঁছাতে ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে শনিবার অনুমোদনটি দেয়া হয়।

গত সপ্তাহ থেকে সিরিয়ার সরকারি বাহিনীর দ্বারা গোলাবর্ষণে রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্বাঞ্চলীয় জেলা ঘৌতায় প্রায় ৫০০ মানুষ মারা গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জানায়, সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি অনুমোদিত হলেও সেখানে বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এর বাইরে রাখা হয়েছে। যদিও বিভিন্ন মহলে এমন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোট প্রদানের পরও সিরিয়ায় বিমান হামলা অব্যাহত থাকার অভিযোগ করেছে মানবাধিকার কর্মীরা।

বিভিন্ন মানবাধীকার সংস্থা ও জাতিসংঘের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য বার আহ্বান জানানোর পরও নিরাপত্তা কাউন্সিল গত বৃহস্পতিবার থেকে চেষ্টা করেও যুদ্ধবিরতির জন্য সবাই ঐক্যমতে পৌঁছুতে পারেনি।

জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি এক বিবৃতিতে বলেন, সেখানে শতশত মায়ের সন্তান মারা গেছে, কতশত মানুষ তাদের ঠিকানা হারিয়েছে তাই যুদ্ধবিরতি খুব শিঘ্রই কার্যকর করতে হবে যদিও তিনি সিরিয়া সরকারের প্রতি তা বাস্তবায়নে সন্দেহ পোষণ করেছেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের প্রধান মিত্র রাষ্ট্র রাশিয়ার সময় ক্ষেপণের জন্যই যুদ্ধবিরতি অন্তত ৩দিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ করেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়