শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবিসির আগুনে পুড়ল আলাভেস

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করে আগেই দলকে এগিয়ে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সুযোগ ছিল পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার। কিন্তু অধিনায়ক রোনালদো সতীর্থ করিম বেনজেমাকে সুযোগ দেন শট নেওয়ার।

আস্থার প্রতিদান দেন বেনজেমাও। এর আগে গ্যারেথ বেলও খুঁজে পান প্রতিপক্ষের জাল। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের তিন ফরোয়ার্ড শনিবার রাতে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ছিলেন পুরোনো ছন্দে। বিবিসির নৈপুণ্যে ৪-০ গোলে জয় পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। অনেকটা হেসে-খেলে জয় পেয়েছে রোনালদোর দল। বিশ্রাম থেকে ফিরে রোনালদো করেছেন জোড়া গোল। বেল ও বেনজেমা গোল পাওয়ায় রিয়াল সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। মূলত বিবিসির অাগুনে পুড়েছে আলাভেস।

মৌসুমের শুরুতে একাধিক খেলোয়াড়ের ইনজুরিতে পিছিয়ে যায় রিয়াল মাদ্রিদ। সেরা খেলোয়াড়দের হারিয়ে মাঠের পারফরম্যান্সও এলোমেলো ছিল রিয়ালের। মৌসুমের শেষ প্রান্তে ছন্দ ফিরে পেল দলটি। দীর্ঘসময় পর পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফিরেছে রোনালদো-বেনজেমারা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল তারা। এর আগে গত সেপ্টেম্বর-অক্টোবরে শেষ চারটি ম্যাচ জিতেছিল জিনেদিন জিদানের শিষ্যরা। সেরা ফর্মে ফেরায় পুরোনো রূপে রিয়াল মাদ্রিদ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

আজও দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ সময়ে বেনজেমার বাড়ানো পাস থেকে গোল করেন রোনালদো। ব্যাকহিলে বাঁপায়ের জোরালো শটে গোল করেন সিআর সেভেন। বিরতি থেকে ফিরে দুই মিনিটের মধ্যেই বেনজেমার পাস থেকে গোল করেন বেল। পরের গোলটা রোনালদোর ম্যাজিকে। ৬১ মিনিটে বাম পাশ থেকে বেলের থেকে বল পান লুকাস ভাসকেস। ভাসকেসের ক্রস থেকে রোনালদোর শটে পরাস্ত হন আলাভেসের গোলরক্ষক।

এ গোলে মৌসুমের ১৮তম গোলের স্বাদ পান রোনালদো। এদিকে জোড়া গোল করে রোনালদো লা লিগায় তিনশ গোলের মাইলফলক ছুঁয়েছেন। লিওনেল মেসির থেকে ৪১ ম্যাচ কম খেলে রোনালদো এ মাইলফলকে পৌঁছেছেন। ম্যাচের শেষ প্রান্তে লাগারুদিয়া বেলকে ডি বক্সের ভিতরে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। রোনালদোর সামনে ছিল অনন্য মাইলফলক ছোঁয়ার সুযোগ।

ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক পূর্ণ করতে তার প্রয়োজন ছিল একটি গোল। সুযোগও পেয়েছিলেন। কিন্তু পুরো ম্যাচে দুর্দান্ত খেলা বেনজেমাকে বল তুলে দেন রিয়াল অধিনায়ক। ডানপায়ে শট নিয়ে আলাভেসের জালে চতুর্থ গোলটি করেন বেনজেমা।

২৫ ম্যাচে এটি রিয়ালের ১৫তম জয়। ৫১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়