শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষের দায়ে আটক উজবেকিস্তানের সাবেক প্রসিকিউটর জেনারেল

আব্দুর রাজ্জাক: উজবেকিস্তানের সাবেক প্রসিকিউটর জেনারেল রাশিদজন কোদিরভকে ঘুষ গ্রহণের দায়ে গ্রেফাতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই চাঁদাবাজি, ঘুষ গ্রহণ ও সরকারি অফিসের অপব্যবহারের জন্য তদন্ত শুরু হয়েছে।

শনিবার প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিইওয়েভ ক্ষমতায় আসার পর তার কোন উচ্চপদস্ত কর্মকর্তার বিরুদ্ধে এটিই প্রথম ফৌজদারি মামলা। কোদিরভকে গ্রেফতারের পর প্রশাসন থেকে পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কোদিরভ ২০১৫ সালে সাংবিধানিক আদালতের বিচারপতি ছিলেন। তিনি বিচারপতি হওয়ার আগে প্রায় পনের বছর ধরে দেশটির প্রসিকিউটর জেনারেল ছিলেন। গত বছর তিনি স্বেচ্ছায় তার বিচারপতির পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

কোদিরভ সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা ‘কেজিবি’র তদন্ত কর্মকর্তা ছিলেন। তিনি পরবর্তীতে দেশটির প্রথম প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ সরকারের অধীনে তার ক্যারিয়ার গড়ে তোলেন। কারিমোভ তার মৃত্যুর আগ পর্যন্ত দেশটির প্রধান ছিলেন এবং তিনিও সরকারের অংশ হয়ে ২০১৬ সাল পর্যন্ত তার পদে অধিষ্ঠিত ছিলেন।

উল্লেখ্য, কোদিরভ ক্ষমতায় আসার পর দেশটির অর্থনৈতিক উন্নতির জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেন যার অন্যতম ছিল কারিমোভ যুগের সকল উচ্চ পদস্ত কর্মকর্তাদের তাদের পদ থেকে অপসারণ করা। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়