শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় রোহিত শর্মার ভারতকে পাচ্ছে বাংলাদেশ

এল আর বাদল : আগামী ৬ মার্চ শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির না খেলার গুঞ্জণটা উঠেছিলো আগেই। সে দেশের সংবাদমাধ্যমেও ওই গুঞ্জণ নিয়ে রিপার্টে করেছে। কোহলিসহ আরও চার শীর্ষ ক্রিকেটার ছাড়াই ভারতীয় টিম ম্যানেজমেন্ট ত্রিদেশীয় সিরিজের দল গঠন করতে পারে বলে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

বিসিসিআইয়ের সূত্র মারফত সংবাদমাধ্যমটি শুক্রবার জানিয়েছে, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়াকে ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে কোহলির অনুপস্থিতিতে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এ ছাড়া কিছু নতুন মুখের অভিষেকও ঘটতে পারে।

প্রায় দুই মাসব্যাপী দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরবেন কোহলিরা। ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরের ক্লান্তি বিবেচনায় বিশ্রাম দেওয়ার ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে একমত হয়েছে বিসিসিআই। সংবাদমাধ্যমটিকে ভারতীয় দলের এক সূত্র বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত সূচি শেষে এসব ক্রিকেটারকে শ্রীলঙ্কায় (ত্রিদেশীয় টুর্নামেন্ট) পাঠানোর কী লাভ হবে?’

দলে নতুন মুখের সুযোগ দেওয়ার ব্যাপারেও ভাবছে বিসিসিআই। রোববার কয়েকজনের নাম ঘোষণা করা হতে পারে। ধোনি বিশ্রাম পেলে তার জায়গায় দিল্লির উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিষভ পান্ডের খেলা মোটামুটি নিশ্চিত।

ত্রিদেশীয় টুর্নামেন্টের বাকি দুই দল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ৬ মার্চ থেকে শুরু হবে এ আসর। গ্রুপপর্বে প্রতিটি দল একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। কোহলি-ধোনির অনুপস্থিতিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের যে কিছুটা সুবিধা হবে, সে কথা বলাই বাহুল্য। -টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়