শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪১ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো রকম সংঘর্ষে যেতে চাই না : মওদুদ অাহমদ

রুহুল অামিন : অামরা (বিএনপি) কোনো প্রকার রাস্তা অবরোধ করছি না।  মানুষের কোনো চলাফেরায় বিঘ্ন ঘটাচ্ছি না, এমনকি স্লোগানও দিচ্ছি না, তারপরও সরকার অামাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছে,  শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের ১২তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং  খালেদা জিয়ার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার  মওদুদ অাহমদ এ কথা বলেন।

তিনি বলেন,  অাজকে বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে,  এই বাংলাদেশ অামরা যে বাংলাদেশ স্বাধীন করেছি সেই বাংলাদেশ নয়।  বাংলাদেশ জন্মের প্রতিটি অান্দোলনে আমার অবদান অাছে।
মওদুদ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির পর সকল অাওয়ামী বিরোধী শক্তিগুলো নিয়ে ২০দলীয় জোট রাজপথে অন্দোলনে নামবে।  একবার রাজপথে নেমে গেলে দেখবেন বাংলাদেশে রাজনীতিতে বিরাট পরিবর্তন অাসবে বলে তিনি উপস্থিত নেতাকর্মীদের অাশ্বস্ত করেন।
এই সময় তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর দলীয় কার্যকালয়ের সামনে পুলিশি হামলায় অাহত এবং যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন অালালের অাটকের  ঘটনার নিন্দা জানান
তিনি পুলিশের উদ্দেশে বলেন, দেশে প্রতিদিন গড়ে ১০ জন মানুষ মরছে, অাপনারা দায়িত্ব পালন করছে না, অাপনার রাজনীতিতে ব্যস্ত।  অর্পিত দায়িত্ব পালন করুন।
আনিস/
  • সর্বশেষ
  • জনপ্রিয়