শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:১৯ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণলায়ের বক্তব্য শুনতে চাই’ : ওয়ালিউর রহমান

আশিক রহমান : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সচিবালয়ই ভারতের পররাষ্ট্রনীতি পরিচালনা করে থাকে। আমি নিশ্চিত ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের চিন্তা-ভাবনাকে রিফলেক্ট করে না। বরং ভারতের যে পররাষ্ট্রনীতির তার সঙ্গে এই বক্তব্যের কোনো মিল নেই। এমন মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান।

আমাদের অর্থনীতিকে তিনি বলেন, ভারতীয় সেনাপ্রধান কারও সঙ্গে কোনোরকম আলোচনা না করেই এই কথাগুলো বলেছেন বলে আমার ধারণা। আমাদের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ ও রক্তের সম্পর্ক দিয়েই আমরা যুদ্ধ জয়ী হয়েছিলাম একাত্তরে। ভারতের সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের রক্ত মিলেমিশে একাকার হয়ে আছে বাংলার মাটিতে। সেটাই হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের মূলমন্ত্র।

তিনি আরও বলেন, ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যে কোনো রাজনীতি আমি দেখি না। রাজনৈতিক কোনো তাৎপর্যও এখানে নেই। ভারতে একটি ম্যাচিউরড গণতন্ত্র বিদ্যমান। তারা বোঝে এরকম বক্তব্যের অর্থ কী। এ ধরনের কোনো বক্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে আসতে পারে না। কাজেই এ নিয়ে আমি খুব একটা মাথা ঘামাব না। আমরা এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণলায়ের বক্তব্য শুনতে চাই, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়