শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক: উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আটকাতে নতুন করে আরও নিষেধাজ্ঞার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উপর ‘ফেইজ-২’ পর্যায়ের নিষেধাজ্ঞার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ট্রেজারি ডিপার্টমেন্ট জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উত্তর কোরিয়ার অন্তত একজন ব্যক্তি, ২৭টি কোম্পানি, ২৮টি জাহাজকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে।

ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার জাহাজ, ব্যবসায়িক কোম্পানি ও নৌ-যানগুলোকে অর্থনৈতিকভাবে বিকল করার জন্য নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। তাদের বিশ্ব থেকে আলাদা করে দিতে দেশে অবস্থানরত অন্যান্য জাহাজ বা তাদের পতাকাবাহী জাহাজকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে যেগুলো চীন, সিংগাপুর, তাইওয়ান, হংকংসহ মোট ৯টি দেশে রয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিষেধাজ্ঞার অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে কোন রকম চুক্তি করার ব্যাপারেও সতর্কতা দেওয়া হয়েছে।

ট্রাম্প এক বিবৃতিতে জানান, ‘নিষেধাজ্ঞাগুলো কাজ না করলে উত্তর কোরিয়ার উপর ফেইজ-২ পদক্ষেপ নেওয়া হবে যা বিশ্বের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। জাতিসংঘের কালো তালিকার জন্য আরও কয়েকটি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছি যেগুলো নৌ-চোরাচালান, তেল সংগ্রহ ও কয়লা বিক্রির সাথে জড়িত। ফেইজ-২ পদক্ষেপ খুবই কঠিন একটি পদক্ষেপ তাই আমরা বর্তমান পদক্ষেপগুলোর উপরই আশাবাদী।’

উল্লেখ্য, উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে উন্নত করে যুক্তরাষ্ট্রকে হামলার লক্ষবস্তুতে পরিনত করছে। পাশাপাশি বিভিন্ন প্রকার হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। যার দরুণ যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াচ্ছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়