শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলের দ্বিতীয়, জুনাইদ খানের প্রথম হ্যাট্রিক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের পেসার জুনাইদ খান। পিএসএলের দ্বিতীয় হলেও জুনাইদ খানের ক্যারিয়ারে এটি প্রথম হ্যাট্রিক।

পিএসএলের তৃতীয় আসরে শুক্রবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতানসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন জুনাইদ।

এর আগে ২০১৬ সালে পিএসএলের প্রথম আসরে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। মজার বিষয়, সেবারও প্রতিপক্ষ দলটা ছিল লাহোর কালান্দার্স!

১৭তম ওভারের তৃতীয় বলে ইয়াসির শাহকে ফিরিয়ে জুনাইদের হ্যাটট্রিক-যাত্রা শুরু। ডানহাতি পেসারের বাউন্সার পুল করতে গিয়ে টপ-এজ হয়ে বল আকাশে তোলেন ইয়াসির। সহজ ক্যাচ নেন উইকেটকিপার কুমার সাঙ্গাকারা।

জুনাইদ পরের বলটা দিয়েছিলেন ফুলটস। মিড উইকেটে আহমেদ শেহজাদকে ক্যাচ দিয়ে জুনাইদকে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করে দেন ক্যামেরন ডেলপোর্ট। হ্যাটট্রিক বলের মুখোমুখি হন রাজা হাসান। শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে শোয়েব মালিককে ক্যাচ দিয়ে জুনাইদকে হ্যাটট্রিক উপহার দেন রাজা।

জুনাইদ ও ইমরান তাহিরের দারুণ বোলিংয়ে মাত্র ৪ রানে শেষ ৭ উইকেট হারায় লাহোর! ১৮০ রান রান তাড়া করতে নেমে লাহোরের ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। মুলতান ম্যাচ জিতেছে ৪৩ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়