শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াশা কেটে যাওয়ায় ২ ঘন্টা পর পদ্মায় নৌযান চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার ২ ঘন্টা পর পদ্মা নদী‌তে নৌযান চলাচল শুরু হয়েছে। এতে মানিকগঞ্জের পাটু‌রিয়া ও রাজবাড়ি জেলার দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

নৌপথ তীব্র কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৬টা থেকে এই পথে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২ ঘন্টা পর সকাল ৮টার দিকে যাত্রী ও যানবাহন বোঝাই তিনটি ফেরি মাঝ নদী থেকে পাটু‌রিয়া ঘাটে ফিরে এসেছে।

অন্যদিকে ফেরি পারাপারে অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের প্রায় তিন শতাধিক যানবাহন পারাপার শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ম‌হিউদ্দিন রা‌সেল জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে তিন ফেরি মাঝ নদীতে নোঙর করা হয়েছিল। এর পরপরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়। সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এই কর্মকর্তা আরো জানান, পাটুরিয়া ঘাটে ১০টি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি পন্টুন এবং এর আশেপাশে বেঁধে রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কেটে যাওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া সকল প্রকার যানবাহন ফেরি দিয়ে পারাপার শুরু হয়েছে বলেও জানান মহিউদ্দিন রা‌সেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়