শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহিদ শব্দের অপপ্রয়োগ: একটি পর্যালোচনা

দিলাওয়ার আহমদ কাসেমি : শহীদ শব্দটি আরবি। এর অর্থ, যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় বা মারা যায়। (আল-মাওরিদ) পবিত্র কুরআনের ভাষায় শহীদ: এবং আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। (সুরা বাকারা: ১৫৪) হাদিসের ভাষায় শহীদ: হজরত আবু মুসা (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.) কে জিজ্ঞাসা করলো, এক ব্যক্তি গনিমতের মাল লাভের জন্য জিহাদ করল, অন্যজন নিজের সুনাম-সুখ্যাতি ছড়ানোর জন্য জিহাদ করল, আরেকজন নিজের শৌর্য-বীর্য দেখানোর জন্য জিহাদ করল। এদের মধ্যে কে আল্লাহর পথে মৃত্যু বরণ করল? বা কে প্রকৃত মুজাহিদ? রাসুলুল্লাহ (সা.) উত্তরে বললেন, যে ব্যক্তি আল্লাহর দীন উঁচু অথবা কালিমা বুলন্দির জন্য জিহাদ করল; সে আল্লাহর পথে (মৃত্যু বরণ করল)। সে প্রকৃত মুজাহিদ। (বুখারি: ২৬৫৫, মুসলিম:৫০২৯) ইসলামের দৃষ্টিতে শহীদ একটি আবেগময় পবিত্র শব্দ। এটি ইসলামের নিজস্ব পরিভাষা এবং খুবই মর্যাদাবান এবং বেশ তাৎপর্যপূর্ণ একটি শব্দ। ইসলামের নির্ধারিত একটি ইবাদত সম্পর্কিত শব্দ। শহীদ হয়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকে। মহান আল্লার তায়ালা বলেন, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত এবং তাদের পেছনে যারা এখনো তাদের সঙ্গে এসে মিলিত হয়নি। তাদের জন্যও আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয় নেই এবং তাদের কোন দুখও হবে না। (সুরা আল-ইমরান: ১৭০)

পবিত্র কুরআনে শহিদের জন্য মহাপুরস্কার, নেয়ামত এবং ক্ষমার ঘোষণা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, এবং যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হয় কিংবা বিজয়ী হয়। আমি তাকে মহপুরস্কার প্রদান করব। (সুরা নিসা: ৭৪) আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, তোমরা আল্লাহর পথে নিহত হলে অথবা মৃত্যুবরণ করলে, যা তারা জমে করে আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্যই তার চেয়ে উত্তম। (সুরা আল-ইমরান: ১৫৭) কিন্তু দুখজনক হলেও সত্য, বর্তমানে শহীদের সংজ্ঞা বিকৃত হতে হতে লজ্জাজনক একটা পর্যায়ে পৌঁসেছে। বিশেষ করে নাস্তিক-মুরতাদ, ধর্মদ্রোহী যারা রাজনৈতিক হীন লালসা চরিতার্থ করার উদ্যেশ্যে যারা মারা গেছে তাদেরকে শহিদ বলে প্রচার করছে। যারা চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেল, হরতালের নামে গাড়ি ভাংচুর করতে গিয়ে মারা গেল এবং যাদেরকে ধর্মের অবমাননা করার কারণে মারা হল তাদেরকে শহীদ বলাটা ইসলামের এ মর্যাদাপূর্ণ শব্দকে নিয়ে হাসি-তামাশা করা ছাড়া কিছু নয়। পরিশেষ তাই এটাই বলবো, শহীদ শব্দটির অপপ্রয়োগ এবং বিকৃত করা থেকে বেঁচে থাকুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আগ্রা, ইউপি, ভারত

  • সর্বশেষ
  • জনপ্রিয়