শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫০ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুরগাদায় বাংলাদেশি ও ভারতীয় ব্যবসায়ীদের আমন্ত্রণ 

ইউ.এইচ. খান, মিশর থেকে : লোহিত সাগরের তীরে মিশরের বেশ কিছু পর্যটন নগরী রয়েছে। এর মধ্যে অনেকগুলো শহরকে লাস ভোগাসের সাথে তুলনা করা হয়। সকল ধরনের অত্যাধুনিক সুবিধাসহ তুলনামূলক কম খরচ এবং লোহিত সাগরের অপরুপ দৃশ্য প্রতিনিয়ত পর্যটক টানছে। একইসাথে দিনদিন ফুলে ফেপে উঠছে শহরগুলোর ব্যবসা।

শুক্রবার মিশরের বিখ্যাত পর্যটন নগরী হুরগাদার বিখ্যাত হোটেল আলফ লিলা ওয়া লায়লাতে আন্তর্জাতিক ভাস্কর্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৭ টি দেশের বিখ্যাত ভাস্কর্য শিল্পিরা তাদের ভাস্কর্য প্রদর্শন করেন। হুরগাদা শহরটি মিশরের রেড সি প্রদেশের অন্তর্গত।

অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে রেড সি প্রদেশের গভর্নর মেজর জেনারেল আহমেদ আব্দুল্লাহ বলেন, বিদেশিদের জন্য পর্যটনকেন্দ্রিক ব্যবসা উন্মুক্ত। চাইলে বিদেশিরা যে কোন ধরণের হোটেল , ক্যাসিনো, বার, ক্লাব, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের স্পোর্টস, ড্রাইভিং, টুরিস্ট গাইড সহ বড় বা একে বারে ক্ষুদ্র কোম্পানি অতি স্বল্প পুজিতে শুরু করতে পারবে।  মিশরীয় নতুন আইন অনুযায়ী এতে  কোন অংশীদার দরকার হবে না। বিদেশি নাগরিক এখন একাই শতভাগ অংশীদার হতে পারবেন।

বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আমি ব্যাক্তিগতভাবে বাংলাদেশি ও ভারতীয়দের ভালোবাসি। তারা খুব প্রফেশনাল। যদি কোন বাংলাদেশি বা ভারতীয় হুরগাদাতে কোন ব্যবসা শুরু করতে চায়, আমি ব্যাক্তিগতভাবে সহায়তা করব। ব্যবসা ছোট বা বড় হিসেবে কোন সমস্যা নেই। যদি ছোট একটি চায়ের ক্যাফেটেরিয়াও খুলে তবু আমি সার্বিক সহায়তা করব। আমি বিশ্বাস করি বাংলাদেশি ও ভারতীয়রা খুব দ্রুত ব্যবসা প্রসার করতে পারে।

অনুষ্ঠানে অসংখ্য দেশি-বিদেশি অতিথি অংশগ্রহণ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়