শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরাই যদি সব করি তাহলে পুলিশের প্রয়োজনটা কি? (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ : প্রশ্নফাঁসের পিছনের শুধুই টাকা না রাজনীতি? বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের বিভিন্ন পরীক্ষা হয়। আজ পর্যন্ত কেউ কি এই প্রশ্নফাঁস হওয়ার কথা শুনেছে? ঢাকায় হরতাল বা অন্যান্য বিভিন্ন কারণে রাত্রেও পরীক্ষা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই পশ্নফাঁস হওয়ার কথা শুনতে পাইনি। এই প্রশ্নপত্র তো আল্লাহপাক তার ফিরিশতা দিয়ে পাঠান না। আমাদের মত সাধারণ মানুষই সেই সকল প্রশ্ন নিয়ে কাজ করেন। আমার প্রশ্ন হচ্ছে আমরা পশ্চিমাদের অনুসরণের কথা বলি তাহলে এই ক্ষেত্রে আমরা কেন তাদেরকে অনুসরণ করছি না?

শুক্রবার বিদাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন স্থাপনি মুবাশ্বের হোসেন।

তিনি আরো বলেন, কোনো দিন কি আমাদের শিক্ষামন্ত্রণালয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে, ইংলিশ মিডিয়ামের প্রশ্নগুলো তো বাহিরের দেশ থেকে আসছে এবং সেগুলোকে আমাদের দেশের মানুষরাই কন্ট্রিভিউট করছে তাহলে সেই প্রশ্নগুলো কেন ফাঁস হচ্ছে না? আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমরা যদি শুধু ইচ্ছা করি যে আর প্রশ্নপত্র ফাঁস করবো না তাহলেই প্রশ্নপত্র ফাঁস হওয়া বন্ধ হয়ে যাবে।

মুবাশ্বের হোসেন আরো বলেন, আমার কাছে একটি বিষয় খুবই খারাপ লেগেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পরীক্ষা শুরুর মাত্র ২০ মিনিট আগে যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে আমাদের কিছু করার নেই। এমনকি তিনি এক পর্যায়ে বলেছেন, আপনারা যদি পারেন তাহলে যারা প্রশ্নপত্র ফাঁস করছে তাদেরকে ধরিয়ে দেন। আচ্ছা আমরাই যদি সব করি তাহলে পুলিশের প্রয়োজনটা কি?

  • সর্বশেষ
  • জনপ্রিয়