শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যথেষ্ট হয়েছে : কাতার ও ইরানকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ওমর শাহ: কাতার ও ইরানকে লক্ষ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ে মন্তব্য করেছেন (এনাফ ইজ ইনাফ) যথেষ্ট হয়েছে। ইরানের আচরণ পরিবর্তনে বর্তমান পারমাণবিক চুক্তি যথেষ্ট নয়। কাতার সংকট নিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের তহবিল দেয়া বন্ধ করলেই কেবল তাদের সঙ্গে সম্পর্কোন্নয়ন ঘটতে পারে। খবর: আল আরাবিয়া

শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি আরও বলেন, চুক্তির শর্তানুসারে আজ থেকে আট বা ১০ বছর পর ইরান আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করবে। কারণ দেশটির কাছে ইতিমধ্যে ৫০ বা ৬০ হাজার সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম আছে। তারা ইচ্ছা করলে কয়েক সপ্তাহের মধ্যে একটি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে।

আল জুবায়ের বলেন, আমরা ইরানকে বলতে পারি, যথেষ্ট হয়েছে। ১৯৭৯ সালের বিপ্লবের দিনও ফুরিয়ে গেছে। ইয়ামেনে দুর্ভিক্ষের জন্য ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের দায়ী করেন তিনি।
তার মতে, হুতিরা সব জায়গায় মাইন পুঁতে রেখেছে। তারা শহরে খাদ্য ও পানি পৌঁছাতে দিচ্ছে না। আর গ্রামাঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুতি যোদ্ধারা ইরান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে। তার ভাষায়, হুতিরা কয়েকটি বিষয়ে আলোচনায় এলে সংকটের সমাধান হতে পারে। সৌদি আরব কয়েক লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে তাদের কাজ ও খাদ্যের ব্যবস্থা করেছে বলে দাবি করেন আল জুবায়ের। তিনি বলেন, আইএস যাতে ইরাকে ফিরতে না পারে, সে জন্য সৌদি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

এসময় আদেল আল জুবায়ের কাতার সঙ্কট নিয়ে বলেন, কাতার সন্ত্রাসবাদে অর্থায়ন এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে। কাতার এ পথ থেকে বেরিয়ে না এলে কোনো আলোচনা হবে না। কাতারের ক্ষেত্রে আমাদের নীতি খুবই সহজ। আমরা সন্ত্রাসবাদকে অর্থায়ন ও সহযোগিতা ঘৃণা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়