শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন সেপ্টেম্বরে

ইমরুল শাহেদ : অভ্যন্তরীণ সংকট থাকা সত্ত্বেও মালদ্বীপের নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশনের এই ঘোষণাকে বর্তমান আবদুল্লা ইয়ামিনের সরকার স্বাগত জানিয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার নির্বাচন কমিশনের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনি প্রস্তুতির কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচন কমিশনকে সব ধরনের সমর্থন জানানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছে সরকার।’

বিবৃতিতে বলা হয়, ‘স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্যতাই হলো আমাদের গণতন্ত্রের ভিত্তি। সেটাকে ধরে রাখা আমাদের জাতীয় স্বার্থ, স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য অপরিহার্য।’

সরকার সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্বাচন পর্যবেক্ষনের জন্য আহবান জানিয়েছে। একইসঙ্গে এই দ্বীপ জাতির স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহায়তা চাওয়া হয়েছে। বিরাজমান পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সকলকে বিপরীত তৎপরতা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কারণে ভারত উদ্বেগ প্রকাশ করার কয়েক ঘন্টা পরই এই বিবৃতি দেওয়া হয়েছে। মালদ্বীপ বলেছে, দেশটির নানা ঘটনা ও তৃণমূল বাস্তবতা থেকে ভারত অনেক দূরে রয়েছে। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার বলেছে পিপলস মজলিসের (পার্লামেন্ট) জরুরি অবস্থা বাড়ানোটা অসাংবিধানিক। কিন্তু এটা সত্য নয়। তাতে মালদ্বীপের সংবিধান ও আইনকে উপেক্ষা করা হয়েছে। সূত্র : নিউজ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়