শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে ১১ বিদেশি আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া থেকে ১১ বিদেশি নাগরিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার সকালে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে এঁদের আটক করা হয়।

র‍্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রহুল আমিন জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিদেশিদের আটক করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে দুপুরের দিকে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে ওই বিদেশিদের আটক করা হয়।

আটক বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য ও ইতালির দুজন করে এবং নেদারল্যান্ডস, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ব্রাজিল, বেলজিয়াম ও নরওয়ের একজন করে নাগরিক আছে।

মেজর রহুল আমিন আরো জানান, সকালে উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। এসময় ওই বিদেশিদের কাগজপত্র যাচাই করা হয়। কিন্তু আটক ব্যক্তিদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। শুধু পাসপোর্টের ফটোকপি ছিলো। তাই তাঁদের আটক করা হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ১১ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়