শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলে বিকালে মাহমুদুল্লাহ ও রাতে মোস্তাফিজুর মাঠে নামবেন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন পাঁচ ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দিনে পেশোয়ার জালমির হয়ে মাঠে নেমেছিলেন তামিম ইকবালের দল। আজ দ্বিতীয় দিনে কোয়েটা গ্লডিয়েটর্স হয়ে মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর রাতে লাহোর কালান্দারর্সের জার্সিতে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান।

২২ ফেব্রুয়ারীতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শহীদ আফ্রিদির করাচি কিংসের বিপক্ষে খেলবে কোয়েটা গ্লডিয়েটর্স । একই দিনে রাতে পিএসএলে প্রথম বারের মতো মাঠ মাতাবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ সময় রাত ১০ টায় নবাগত মুলতান সুলতানসের বিপক্ষে লাহোরের জার্সিতে মাঠে নামবেন মোস্তাফিজ।

গতকাল নবাগত মুলতান সুলতানস দলটি শুরুর দিনই করেছে বাজিমাত। নিজেদের প্রথম ম্যাচে মুলতান তামিমের দল পেশোয়ারকে সাত উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছে।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক),মাহমুদউল্লাহ রিয়াদ,কেভিন পিটারসেন, রাইলি রুশো, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান।

লাহোর কালান্দার্স স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক),সুনিল নারাইন,উমর আকমল,ফখর জামান, মোস্তাফিজুর রহমান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, আমির ইয়ামিন, দিনেশ রামদিন, অ্যান্তন ডেভিচ, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ, গুলরাইজ সাদাফ ও গুলাম মুদাসসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়