শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকংয়ে শিরোপা জিততে চায় মারিয়ারা

স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর থেকে অনুশীলনের মধ্যেই আছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। এবার দলের লক্ষ্য হংকংয়ে আগামী মার্চে হতে যাওয়া আমন্ত্রণমূলক টুর্নামেন্টে শিরোপা জেতা।

আগামী ৩০ মার্চ চার দল নিয়ে হংকংয়ে শুরু হবে জকি কাপ। অনূর্ধ্ব-১৫ বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় স্বাগতিক হংকং, চাইনিজ তাইপে, ইরান ও বাংলাদেশ খেলবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতি খেলা হওয়ার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা।

এই টুর্নামেন্টে খেলতে ২৮ মার্চ হংকং রওনা দেবে বাংলাদেশ। ৩০ মার্চ চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম ম্যাচ মেয়েদের। ৩১ মার্চ ইরান ও ১ এপ্রিল স্বাগতিক হংকংয়ের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।

অনুশীলনের মধ্যে থাকায় হংকংয়ে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী রব্বানী। তিন প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের খুব একটা পার্থক্য নেই বলে ভালো ফলের প্রশ্নে আশাবাদী কোচ।

“ওখানে সবাই ভালো দল, কিন্তু আমরা সাফে ভালো খেলেছি। আমাদের দলও ভালো। চাইনিজ তাইপে, ইরানের বিপক্ষে এর আগে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। হংকং সম্পর্কে আমাদের খুব বেশি জানা নেই। তবে ইরান-ভারত কাছাকাছি মানের দল, চাইনিজ তাইপে কিছু হয়ত এগিয়ে কিন্তু আমি মনে করি, যে চারটা টিম অংশ নেবে, তারা কাছাকাছি মানের।”

“আমি মনে করি, আমাদের দল অবশ্যই ভালো খেলবে। প্রতিযোগিতামূলক ম্যাচ হবে; মেয়েদের ভালো একটা অভিজ্ঞতা হবে। যেটা সামনে অনূর্ধ্ব-১৬ কোয়ালিফাইং ও অনূর্ধ্ব-১৫ সাফে কাজে লাগবে। মেয়েরা বসে নেই, কঠোর অনুশীলনের মধ্যে আছে। আশা করি, মেয়েরা ভালোই করবে। জয়ের জন্যই মাঠে নামবে তারা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়