শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভোলার ‘স্বাধীনতা জাদুঘর’ তরুণদের আলোর পথ দেখাবে’

প্রতিবেদক: তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে দ্বীপ জেলা ভোলায় প্রতিষ্ঠা করা হয়েছে 'স্বাধীনতা জাদুঘর।' এর মাধ্যমে মুক্তিযুদ্ধসহ এদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাস জেনে কিশোর-তরুণরা সমৃদ্ধ হবে বলে মনে করেন, স্থানীয় লোকজন। আর জাদুঘরটি দেশগঠনের পাশাপাশি, তরুণদের আলোর পথ দেখাতে সহায়তা করবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

যুদ্ধের বারুদপোড়া গন্ধ, বধ্যভূমিতে পড়ে থাকা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের মৃতদেহ কিংবা কোন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা দেখার সুযোগ হয়নি এ প্রজন্মের তরুণদের। তাদের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও স্বরূপ তুলে ধরতে দ্বীপ-জেলা ভোলায় গড়ে তোলা হয়েছে এই 'স্বাধীনতা জাদুঘর'।

নাগরিক কোলাহলমুক্ত সবুজ শ্যামল এ জেলায় মাথা উঁচু করে দাড়িয়ে থাকা, দৃষ্টিনন্দন জাদুঘরটিতে তুলে ধরা হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাহান্নর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের নানা কাহিনী। এছাড়া মুক্তিযুদ্ধের বই পড়া ও চলচ্চিত্র প্রদর্শনের সুবিধা রয়েছে এখানে। এদেশের প্রতিটি আন্দোলনের নানা তথ্যে সমৃদ্ধ এমন একটি জাদুঘর পেয়ে খুশী স্থানীয় লোকজন।

তারা বলেন, আমাদের মধ্যে দেশপ্রেমের অনুপ্রেরণা এই স্মৃতি জাদুঘরের মধ্যে দিয়ে জাগবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ সহ প্রতিটি গণ আন্দোলন এখানে তুলে ধরা হয়েছে।

স্বাধীনতার ৪৭ বছর পর ইতিহাস সমৃদ্ধ এই জাদুঘর প্রতিষ্ঠার ফলে তরুণদের সঠিক ইতিহাস জানার আগ্রহ পূরণ করবে বলে মনে করেন এর প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। আজকে জাদুঘরে কেউ আসলে বুঝতে পারবে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে।

তাঁর মতে, মুক্তিযুদ্ধসহ এদেশের সকল সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হবে জাদুঘরটির মাধ্যমে।

তোফায়েল আহমেদ বলেন , 'ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল সংগ্রামের ঐতিহ্য চিত্র এখানে দেখতে পাওয়া সম্ভব হবে।' সূত্র: মসয় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়