শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১০ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির নির্বাচনে বিজয়ী হতে চান বার্লোসকোনি

ইমরুর শাহেদ : প্রতারণা ও যৌন কেলেংকারির কারণে সাজা পাওয়া ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকোনি আবারও আগামি ৪ মার্চের নির্বাচনে বিজয়ী হতে চান। রাজনীতির ক্ষেত্রে সাময়িকভাবে নিষিদ্ধ থাকার পর এই ধনাঢ্য মিডিয়া মুগল নির্বাচনে একটি ডানপন্থী জোটের নেতৃত্ব দেবেন।

রোমে অনুষ্ঠিত দলের তরুণদের এক জনসভায় বুধবার তিনি বলেন, ‘আমি নির্বাচনের ফলাফলের ব্যাপারে আশাবাদী। জোট নিয়ে আমরাই সরকার গঠন করব।’ তিনি বলেন, ‘আমি আপনাদের বলব কিভাবে তরুণ থাকা যায়। আপনাদের আমি ভেষজ উপচারের বিষয়টিও বলে দেব।’ বার্লোসকোনির বায়োগ্রাফার এলান ফ্রাইডম্যান কোরিয়ারে ডেলা সেরা দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অবসরে যাওয়ার আগে তিনি আরেক বার বিজয় লাভ করতে চান।’

তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রী যে জোটটি গঠন করেছেন সেটি হলো ফোরজা ইতালিয়া। ইতালির সাম্প্রতিক এক জরিপে বার্লোকোনির জোট ৩৮ শতাংশ সমর্থন পেয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী তিনটি দলের এই সমর্থন সর্বোচ্চ। কিন্তু এই সমর্থনকে সংখ্যাগুরু বলা যাচ্ছে না। কয়েক লাখ ভোটার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। বার্লোসকোনি ২০১৩ সালে কর ফাঁকির কারণে প্রতারণার মামলায় পড়েছিলেন।

তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল যে, তিনি একজন নাবালিকার সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক করেননি মর্মে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষিদের উৎকোচ দিয়েছিলেন। এতো কিছু সত্তে¡ও প্রথম ক্ষমতা নেওয়ার পর থেকে গত সিকি শতাব্দী পর্যন্ত তিনি নেতৃস্থানীয় হয়েই আছেন। ফোরজা ইতালিয়া জোট প্রধানমন্ত্রী হিসেবে বার্লোসকোনির নামই শীর্ষে রেখেছে। সূত্র : দি মালয়েশিয়ান ইনসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়