শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১৭ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানার মধ্যেও দম্পতির হাতে মার খেল পুলিশ

সজিব খান: সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের ঘটনায় এক দম্পতিকে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। এরপর থানায় নেওয়ার পর ওই দম্পতির হাতে উল্টো মার খেতে হয়েছে পুলিশকেই। যদিও পুলিশের একাংশ বলছে দুই পক্ষই মারামারি করেছে।

বুধবার ভারতের কলকাতার কসবা থানায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এর আগে ভারতে ট্রাফিক পুলিশরা অহরহ জনতার হাতে মার খেলেও এ ঘটনা এখন পর্যন্ত আগে কখনো ঘটেছে কি না কারো জানা নেই।

পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ খবর পায় যে, সুইনহো লেনের একটি বাড়িতে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দু’ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি চলছে। ছোট ভাই বিশেষেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী আরতি বড় ভাই এবং তাঁর স্ত্রীকে মারধর করছেন। পুলিশ গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিশেষেন্দ্র ও আরতি। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ দেখে বিশেষেন্দ্র ও আরতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পুলিশকে ধাক্কাধাক্কি করেন এবং এক সাব-ইনস্পেক্টরকে চড়থাপ্পড় মারেন। সঙ্গে মহিলা পুলিশ না থাকায় বাধা দিতে পারছিলেন না পুলিশ বাহিনী মার খেতে হয় তাদের। পরে থা থেকে মহিলা পুলিশ নিয়ে গিয়ে ওই দম্পতিকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর থানাতেও পুলিশকে ধাক্কাধাক্কি করেছেন বলে ওই দম্পতির ‍বিরুদ্ধে অভিযোগ উঠে এবং গ্রেফতার করা হয়। সূত্র: আনন্দ বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়