শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার আঙুলের অবস্থা অনেক ভালো, দ্রুতই ফিরছি – ভক্তদের সাকিব

নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোটে পড়ে দীর্ঘ দিন জাতীয় দলের বাহিরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে অনেক সময় ধরে অনুশীলন করে ভক্তদের সুখবর দিলেন তিনি।

নিজের ইনজুরির বর্তমান অবস্থা সম্পর্কে সাকিব জানান,‘এখন আঙুলের অবস্থা অনেক ভালো।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে প্রায় দেড় ঘন্টা জিম করেন তিনি। নিজের ফেরা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও জানান যে,‘এখন অনেক ভালো আছি। তবে আসন্ন সিরিজে ফেরা নিয়ে সঠিক সময় বলতে পারবেন চিকিৎসকরা।’

আজ শুধু ফিটনেস নিয়ে অনুশীলন করেন দেশ সেরা ক্রিকেটার সাকিব। তবে এখনো ব্যাটিং বা বোলিং শুরু করেননি। কারণ আঙুলের মাঝের অংশটা এখনো ফোলা। এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,‘ভালো ভাবে অনুশীলন শুরু করতে আরো তিন থেকে চার দিন সময় লাগতে পারে সাকিবের। কিস্তু আশা করি খুব দ্রুতই সে বোলিং শুরু করতে পারবে।’

তাছাড়া ব্যাটিং কবে নাগাত শুরু করতে পারবেন এ বিষয়ে চিকিৎসক বলেন,‘খুব দ্রুতই সেরে উঠছে সাকিব। আঙুলের প্রায় ৫০ থেকে ৬০ ভাগ ভাজ খুলতে পারছে সে। ব্যাটিংয়ে ফিরতে হয়তো আরো তিন থেকে চার দিন লাগবে। তবে, শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে তাকে আশা করা যায়।’

উল্লেখ্য, সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার কাছে টানা তিন সিরিজে বাজে ভাবে হারে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়