শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল নাকি দুর্নীতিবাজ দল প্রধানকে রক্ষা করবেন

জিয়াউদ্দিন রাজু : আগামী একাদশ নির্বাচন বর্জন করলে বিএনপির আত্মহনন প্রক্রিয়া সম্পন্ন হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, এখনই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তাদের দল রক্ষা করবে, নাকি দুর্নীতিবাজ দল প্রধানকে (খালেদা জিয়া) রক্ষা করবেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অমর ২১শে, বর্তমান প্রেক্ষাপট -চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাক্ষরেই জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা উত্তোলন করা হয়েছে এটা দিবালোকের মতো স্পষ্ট। অথচ এটা নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আদালতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

কারাগারে বেগম খালেদা জিয়াকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জেল কোর্টের মধ্যে না থাকা শর্র্তেও তিনি তার পছন্দনীয় গৃহপরিচারিকাকে সাথে রাখার সুযোগ পেয়েছেন।

বেগম খালেদা জিয়াকে ছাড়া ভারাক্রান্ত মন নিয়ে শহীদ দিবস পালন করেছেন মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, খালেদা জিয়া মেট্রিকে উর্দুতে পাশ করেছিলেন এবং বাংলাতে ফেল করেছিলেন। অর্থাৎ তার কাছে উর্দু অনেক পচন্দনীয় বিষয় ছিলো। যে কারষে তিনি বাংলায় ফেল করেছিলেন।

প্রয়াত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া কখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হিসেবে পরিচয় দিতেন না। সেই পরিচয় তার কাছে মুখ্য ছিলো না। তিনি একজন নিভৃতচারী মানুষ ছিলেন, তিনি তার সন্তানদের মানুষের মতো মানুষ করতে পেরেছেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়