শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৯ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাক শিল্পীদের জন্য বলিউডের দরজা বন্ধের দাবি

রবিন আকরাম: ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র পর এবার পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ না দেওয়ার দাবি জানাল প্রোডিউসার কাউন্সিল৷ ডিএনএকে এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান ফিল্ম এন্ড টেলিভিশন প্রোডিউসার কাউন্সিলের সিইও সুরেশ আমিন পাকিস্তানি শিল্পীদের বলিউডে দু’বছরের জন্য নির্বাসন করার দাবি তুলেছেন৷

মুম্বইয়ের এক সাংবাদিক সম্মেলনে সুরেশ আমিন বলেন, প্রোডিউসার কাউন্সিলের তরফ থেকে পাকিস্তানি শিল্পীদের দু’বছরের জন্য নির্বাসন করার দাবি জানানো হচ্ছে৷

এর আগে কয়েকদিন আগে খবর ছড়ায় রাহাত ফতেহ আলি খানের সঙ্গে গান করার সুযোগ হাতছাড়া হয়েছে অরিজিত সিংয়ের৷ পাক শিল্পীর সঙ্গে ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে গান করার কথা ছিল তার৷ এই কনফারেন্সে ছবির প্রযোজক বাসু ভাগনানির সঙ্গে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়৷

তার আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় রাহাত ফতেহ আলি খানের মতো পাক শিল্পীদের বদলে ভারতীয় শিল্পীদের কোন ছবিতে গান গাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিলেন৷ বলেছিলেন, ভারতীয় হিসাবে এই কথা বলছি৷ পাক শিল্পীদের উপর অস্থায়ী ভাবে বলিউডে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া দরকার৷

খবরে প্রকাশ, প্রোডিউসার সংস্থা পাক শিল্পীদের বলিউডে কাজ না দেওয়ার রেজলিউশন পাশ করার সিদ্ধান্ত নিয়েছে৷ সেই রেজলিউশন বলিউডের সব প্রযোজকের কাছে পাঠানো হবে৷ তাদের জানিয়ে দেওয়া হবে দু’বছরের জন্য পাক শিল্পীদের যেন বলিউডে কাজ না দেওয়া হয়৷ সূত্র: কলকালা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়