শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৮ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় গাজর উৎপাদন বেড়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় গাজর চাষে উৎপাদন বেশি এবং ভালো দাম পাওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। গাজর চাষে স্বল্প সময় ও কম পরিশ্রমে অধিক লাভবান হচ্ছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ৯০০ বিঘা জমিতে গাজর চাষ করা হয়েছে। এরমধ্যে মান্দা উপজেলায় প্রায় ১৫০ বিঘায় এ চাষ হয়েছে। উৎপাদন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। আগামীতে গাজর চাষ আরো বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

উপজেলার কুশুম্বা গ্রামের কৃষক আব্দুল হান্নান বলেন, প্রায় ১০ বছর আগে এলাকার লোকজন গাজর তেমন চিনতোই না। প্রথমে সামান্য জমিতে গাজরের আবাদ করে ভালো ফলন এবং দাম পাই। পরের বছর থেকে আমার দেখাদেখি পার্শ্ববর্তী কৃষকরা গাজর চাষ শুরু করে। পরিশ্রম কম, উৎপাদন ও দাম ভালো পাওয়ায় এলাকার কয়েকশ কৃষক এবার গাজরের আবাদ করছে।

একই গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, এবার তিন বিঘাতে গাজরের আবাদ করেছেন। প্রতি বিঘা ২০ হাজার টাকা করে বন্ধক (কন্টার্ক) নিয়েছেন।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, গাজর একটি বিটা ক্যারোটিন সমৃদ্ধ উচ্চ পুষ্টিমান সবজি। এ উপজেলায় ২১ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। দাম ভালো থাকায় চাহিদাও রয়েছে ব্যাপক। এলাকার চাহিদা মিটিয়ে জেলার বাইরেও গাজর সরবরাহ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়