শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৭ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্ত নেওয়ার আগে সতর্কতা

ডেস্ক রিপোর্ট: রক্ত দেহের জন্য অপরিহার্য। কখনো কখনো দেহে রক্তের অভাব হলে রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে। তবে এর আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

১. রক্ত দেওয়ার আগে প্রয়োজন রক্তের গ্রুপ ঠিক রয়েছে কি না, দেখে নেওয়া।

২. অপরিচিত পেশাদার রক্তদাতার রক্ত না নেওয়া। পেশাদার রক্তদাতারা অনেকেই মাদকাসক্ত, দেহে দেহে বহন করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডসসহ বিভিন্ন প্রাণঘাতী জীবাণু ও সংক্রামক ব্যাধির জীবাণু। তাই সবচেয়ে ভালো নিজস্ব আত্মীয়, বন্ধুবান্ধব বা পরিচিত সুস্থ-সবল লোকের রক্ত নেওয়া।

৩. স্ক্রিনিং টেস্টের মাধ্যমে রক্তদাতার এইচবিএসএজি, এইচসিভি, এইচআইভি ইত্যাদি পরীক্ষা করে নেওয়া জরুরি।

মনে রাখা প্রয়োজন যে রক্তের অভাব এবং অনিরাপদ রক্ত—দুটোই জীবনের জন্য সমান হুমকি। তাই রক্তের বিকল্প শুধু রক্ত নয়, বরং ‘নিরাপদ রক্ত’।

রক্তদাতা সম্পর্কে কিছু কথা
নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য রক্তদাতা নির্বাচন জরুরি। রক্তদাতা অবশ্যই হবেন সুস্থ-সবল দেহের অধিকারী এবং স্বেচ্ছাপ্রণোদিত। রক্তদাতা নির্বাচনের সময় কিছু কিছু জিনিস জানা উচিত বা পূর্বশর্ত হিসেবে খেয়াল রাখতে হবে।

১. তার সঙ্গে আলোচনা করা।

২. রোগের ইতিহাস জিজ্ঞাসা করা।

৩. অরক্ষিত যৌন মিলন সম্পর্কে জানা।

৪. বিদেশে ভ্রমণের ইতিহাস জানা।

এ ছাড়া কতগুলো বিষয় ঠিক রাখতে হবে। যেমন :

১. রক্তদাতার বয়স ১৮ থেকে ৬০ বছর।

২. রক্তচাপ স্বাভাবিক থাকবে।

৩. শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে।

৪. পালস ৬০ থেকে ১০০ প্রতি মিনিটে হবে।

৫. ওজন ৫০ কেজির মতো হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়