শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৮ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ০১ মিনিটে রাণীনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, রাণীনগর উপজেলা প্রেস ক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে এক বণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে, উপজেলা বিএনপির সভাপতি এসএম আল ফারুক জেমস এর সভাপতিত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন বুলু।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক এইচএম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ মাহমুদ সোহেল, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়