শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মত সৌদিতে ফ্যাশন সপ্তাহ

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো ‘আরব ফ্যাশন সপ্তাহ’র আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ফ্যাশন সপ্তাহ পালনের ঘোষণা দেন সৌদি রাজকুমারী নাওরা বিনতে ফয়সাল।

রাজধানী রিয়াদের অ্যাপেক্স সেন্টারে আরব ফ্যাশন কাউন্সিলের (এএফসি) আয়োজনে আগামী ২৬-৩১ মার্চ পর্যন্ত এ ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত চলবে।

দেশটির সংস্কৃতি ও বিনোদন বিষয়ক কর্তৃপক্ষের একটি চিঠি পড়ে এএফসি অনারারি প্রেসিডেন্ট এ সৌদি রাজকুমারী নাওরা বলেন, সৌদি আরবের শিল্পখাতে সৃজনশীলতার প্রসার ঘটছে। ফ্যাশন ডিজাইনাররা বেশ কয়েক বছর ধরে আস্থাশীলতার সাথে কাজে যাচ্ছেন। তাদের জন্য এ ধরণের ফ্যাশন সপ্তাহ বড় ধরণের সুযোগ। এখানে তারা তাদের শৈল্পিক কাজগুলোর প্রদর্শণের সুযোগ পাবেন। সেইসাথে বিনোদনেরও সুযোগ সৃষ্টি হবে বলে মনে করে কর্তৃপক্ষ। এ ধরণের আয়োজনের পৃষ্টপোষক হতে পেরে আমরা গর্ববোধ করছি।

এএফসির কান্ট্রি ডিরেক্টর লায়লা ইসা আবু জায়িদ বলেন, প্রথমবারের মত এ ধরণের প্রদর্শনীর মধ্যে দিয়ে এখন থেকে আমরা বিশ্বমানের ফ্যাশন সপ্তাহ আয়োজন করতে পারব। এ ধরণের আয়োজন শুধু ফ্যাশন বা বস্ত্রখাতকেই নয় একইসাথে পর্যটন, ভ্রমণ ও বাণিজ্যখাতেরও সহায়ক হবে।

উল্লেখ্য, এ প্রদর্শনীতে শুধুমাত্র আরব দেশগুলোই নয় অন্যান্য দেশের ডিজাইনাররাও এতে অংশগ্রহণ করতে পারবে। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়