শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক টিভিতে ‘শ্বশুর আলয় মধুর আলয়’

আবু সুফিয়ান রতন: নতুন টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে প্রচারিত হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘শ্বশুর আলয় মধুর আলয়’।

নাটকটি প্রচার উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার, নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাটকটির লেখক আনিসুল হক, ডিরেক্টরস গিল্ডস-এর সভাপতি গাজী রাকায়েত ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহীদ রেজা নুর।

নাটকের অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আদনান ফারুক হিল্লোল, রাহুল আনন্দ, মৌটুসি বিশ্বাস, সাদিয়া জাহান প্রভা ও অপর্না ঘোষ। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক জুটন চৌধুরির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

একান্নবর্তী পরিবারের হাসি আনন্দ সুখ দুঃখের গল্পে নির্মিত নাটকটির পরিচিতিমূলক এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার ।

তিনি বলেন, “নাগরিক টিভি নিজেকে দেশের বর্তমান কোনো চ্যানেলের প্রতিদ্বন্দ্বী মনে করে না, নাগরিক টিভির লড়াই বিদেশী আকাশ সংস্কৃতির সঙ্গে।”

টিভি দর্শকদের চাহিদা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের দর্শকরা অন্য দেশের চ্যানেল দেখেন কিন্তু পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটির সঙ্গেই তাদের ভালবাসা হয়। তাই নাগরিক টিভি আমাদের নিজেদের জীবনের গল্পই এ নাটকে তুলে ধরেছে, যা দর্শক অবশ্যই গ্রহণ করবে।”
‘শ্বশুর আলয় মধুর আলয়’ নাটকের লেখক আনিসুল হক বলেন, “নাটকের সফলতার পেছনে লেখকের চেয়ে পরিচালকের ভূমিকা বেশি।”

তিনি নাটকটির পরিচালক আলভী আহমেদকে ধন্যবাদ জানান, কারণ তিনি নিজগুণে নাটকটি চমৎকার করে তুলেছেন। তিনি আশা প্রকাশ করেন, যেহেতু দর্শক নাটকে নিজের জীবন দেখতে পাবেন, তাই তারা নাটকটি অবশ্যই গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। তিনি সঞ্চালনার ফাঁকে ফাঁকে নাটক তৈরির পেছনের অনেক গল্প সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ডিরেক্টরস গিল্ডস-এর সভাপতি গাজী রাকায়েত বলেন, “শ্বশুর আলয় মধুর আলয় নাটকটি দেখে তার কাছে এটি নিছক কমেডি নাটক মনে হয়নি।”

সংলাপের গভীরতা ও কলাকুশলীদের অভিনয় দক্ষতার জন্য তিনি নাটকটির লেখক আনিসুল হকসহ সবাইকে ধন্যবাদ দেন।

তিনি আরও বলেন, “ধারাবাহিক নাটক আবারও কীভাবে জনপ্রিয় করা যায় তা সবাইকে নতুন করে ভাবতে হবে।”

অভিনেত্রী দিলারা জামান নাটকের শ্যুটিং চলাকালীন স্মৃতিচারণ করে জানান, তার দৃঢ় বিশ্বাস, দর্শক নাটকটি অবশ্যই গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়